সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রচারের শেষ দিনে ফের কীর্তি আজাদকে তোপ দিলীপ ঘোষের। তৃণমূলের তারকা প্রার্থীয় ব্যঙ্গ করে শংকরনাথ আনন্দ আশ্রমে মাথায় হাত দিয়ে বসলেন বিজেপি প্রার্থী। মন্দিরে ঢুকে পরে পুজোও দেন তিনি।
গত ৩১ মার্চ, দুর্গাপুর (Durgapur) নগর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে প্রচারে বেরন কীর্তি আজাদ। তাতে দুই বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষের মুখে পড়েন তিনি। আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মিছিলের মাঝেই বিবাদ বাঁধে। আর তা থামাতে না পেরে ‘ক্লান্ত’ প্রার্থী কীর্তি আজাদ ঢুকে পড়েন শংকরানন্দ আনন্দ আশ্রমের মন্দিরে। সেখানে তিনি অসুস্থও হয়ে পড়েন। হাততালি দিতে দিতে মন্দিরের কীর্তনের সঙ্গে সঙ্গে তাল মেলান মন্দিরের সিঁড়িতে বসে থাকা বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। আবার প্রচারে বেরন কীর্তি আজাদ।
[আরও পড়ুন: শিক্ষিকার চাকরির টোপ দিয়ে শ্লীলতাহানি! রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকারিণী]
সেই দিনের ঘটনা নিয়ে কীর্তি আজাদকে ব্যঙ্গ করেন দিলীপ ঘোষ। মন্দিরের সিঁড়িতে গিয়ে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "সেদিন দলের লোকেদের তাড়া খেয়ে মন্দিরে ঢুকেছিলেন। পশ্চিমবঙ্গকে না বুঝেই এসেছেন। দলের লোকেরা ওকে সমর্থন করছে না। আমি প্রার্থনা করলাম বিরোধীদের যাতে উৎপাত কমে এলাকায়।" পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "বিজেপির নাটক শেষ। প্রচারের শেষ দিনে কর্মীরাই পাশে নেই। একাই প্রচার করছেন। তাই হতাশ হয়ে মন্দিরের চাতালে মাথায় হাত পড়ল দিলীপের।"