shono
Advertisement

পরিবার পিছু মাসে ৬ হাজার টাকা, জাতিগত জনগণনা! ইস্তেহারে বড় ঘোষণা করতে পারে কংগ্রেস

সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন, এমএসপিতে গ্যারান্টি, হাজারও প্রতিশ্রুতি দিচ্ছে হাত শিবির।
Posted: 09:35 PM Mar 06, 2024Updated: 09:35 PM Mar 06, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: প্রার্থী ঘোষণা এবং জোটসঙ্গীদের সঙ্গে আসনরফার প্রশ্নে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। কিন্তু ইস্তেহার তৈরির ক্ষেত্রে অন্তত শাসকদলকে টেক্কা দিতে চাইছে দেশের প্রধান বিরোধী দল। কংগ্রেসের (Congress) ইস্তেহারের খসড় চূড়ান্ত। সেই খসড়া ইস্তেহার কমিটি তুলে দিয়েছে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) হাতে।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, বিজেপিকে টেক্কা দিতে হাত শিবির বড়সড় ঘোষণা করতে চলেছে। কংগ্রেসের ইস্তেহারে মোটামুটিভাবে নজর দেওয়া হচ্ছে মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা এবং অর্থনৈতিক অগ্রগতিতে। সামাজিক ‘ন্যায়’কেও (Nyay) প্রাধান্য দিচ্ছে হাত শিবির। সূত্রের দাবি, বেকারদের ‘ন্যায়’ পাইয়ে দিতে ইস্তেহারে ৩০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেবে কংগ্রেস। মহিলা সংরক্ষণ আইনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় হাত শিবির। এবার সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করার পাশাপাশি আগেরবারের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মতো এবারেও দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিতে মাসিক ৬ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হবে।

[আরও পড়ুন: বাংলার প্রত্যেক মা, বোন আমার পরিবার’, বারাসতের মঞ্চ থেকে দৃপ্ত ঘোষণা মোদির]

তাৎপর্যপূর্ণ ভাবে এবারের লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনাকে ইস্যু করতে চাইছে হাত শিবির। ইস্তেহারেও সেই প্রতিশ্রুতি থাকছে। বুধবার মধ্যপ্রদেশে ভারত জোড় ন্যায় যাত্রা চলাকালীন সেটা আরও একবার ঘোষণা করেছেন রাহুল গান্ধী। সাম্প্রতিক অতীতের জ্বলন্ত ইস্যু কৃষক বিক্ষোভ। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন করছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সেই কৃষকদের দাবি পূরণের উদ্দেশে এমএসপির আইনি গ্যারান্টি দিতে পারে কংগ্রেস। এছাড়াও সংখ্যালঘু ভোটকে একত্রিত করার লক্ষ্যে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছে হাত শিবির।

[আরও পড়ুন:খড়গপুর রেল কলোনির উচ্ছেদ রুখতে আন্দোলনের নির্দেশ মমতার]

যদিও আপাতত ইস্তেহারের খসড়া তৈরি হয়েছে। যা তুলে দেওয়া হয়েছে মল্লিকার্জুন খাড়গের হাতে। বৃহস্পতিবার দলের নির্বাচনী কমিটিতে এই খসড়া পাশ করানো হবে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement