সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ডকে হাতিয়ার করে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে ঘুঁটি সাজাতে ব্যস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। আর তা প্রতিফলিত হল সিপিএমের পঞ্চম দফার প্রার্থী তালিকায়। এবার বসিরহাট কেন্দ্রে সিপিএমের টিকিটে লড়ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। জেলযাত্রার পুরস্কার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গত ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় যান ইডি আধিকারিকরা। সন্দেশখালির 'ত্রাস' শাহজাহানের খোঁজ পাননি তদন্তকারীরা। পরিবর্তে আক্রান্ত হন তাঁরা। ঝরে রক্ত। এই ঘটনার পরই ধীরে ধীরে শাহজাহানের 'কুকীর্তি'র পর্দাফাঁস হয়। তাঁকে গ্রেপ্তারির দাবিতে দফায় দফায় জ্বলে ওঠে সন্দেশখালির একের পর এক গ্রাম। জ্বলন্ত সন্দেশখালিতে প্রতিবাদের মুখ ছিলেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। বার বার শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করেন। গ্রেপ্তারও হন তিনি। যদিও পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান নিরাপদ (Nirapada Sardar)। ওয়াকিবহাল মহলের মতে, সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বসিরহাট লোকসভা কেন্দ্রের আসনটি পুনরুদ্ধারে মরিয়া সিপিএম। সে কারণে সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদী মুখ নিরাপদ সর্দারকে প্রার্থী হিসাবে বাছল সিপিএম।
[আরও পড়ুন: স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার বীরভূমের ৫ যুবক]
অতীত বলছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে বরাবরই প্রার্থী দিয়েছে সিপিআই। বসিরহাট আসনে বার বার জয়ও পেয়েছে সিপিআই। প্রাক্তন সাংসদ ইন্দ্রজিৎ গুপ্ত, মনোরঞ্জন সুর, অজয় চক্রবর্তীরা সংসদ মাতিয়েছেন। বাম জমানা শেষেও বার বার বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিআই। কিন্তু সন্দেশখালি কাণ্ড নিয়ে শোরগোল পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে অন্য কৌশল। এবার সিপিআইয়ের হাত থেকে বসিরহাট আসনটি নিয়ে নিল সিপিএম। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। যিনি ওই এলাকার প্রাক্তন সাংসদ ছিলেন। দুঁদে রাজনীতিক। বিজেপির হয়ে ভোটে লড়ছেন রেখা পাত্র। তিনি স্থানীয় গৃহবধূ। সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদী মুখ। আইএসএফও প্রার্থী দিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আক্তার আলি বিশ্বাস। যিনি পেশায় ইঞ্জিনিয়ার। তিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে 'নিরাপদে' বসিরহাট কেন্দ্রকে সিপিএম নিজেদের দখলে আনতে পারেন কিনা, সেটাই এখন দেখার।