জ্যাোতি চক্রবর্তী, বনগাঁ: পিয়ার ঠাকুর প্রাথমিক বিদ্যালয়ের বিনা বেতনের শিক্ষিকা তিনি। মতুয়া মাতৃ সেনার দায়িত্বও তাঁর কাঁধে। এর সবের পাশাপাশি বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্বামীর হয়ে প্রচারও চালাচ্ছেন সোমা ঠাকুর। চেনেন শান্তনু জায়াকে?
আদতে উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা সোমা ঠাকুর। বয়স ৩৭ বছর। ২০১১ সালে কেন্দ্রীয় মন্ত্রী- বিদায়ী সাংসদ তথা ঠাকুর পরিবারের সন্তান শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার পর পিয়ার ঠাকুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো শুরু। বিনা বেতনে শিশুদের পড়ান তিনি। মতুয়া মাতৃ সেনার দায়িত্বও তাঁর কাঁধে। সারাবছর এসব নিয়েই ব্যস্ত থাকেন সোমা। ভোট আসতেই ব্যস্ততা বেড়েছে। এবার স্বামীর হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। এলাকার বিভিন্ন প্রান্তে শান্তনু ঠাকুরের হয়ে প্রচার চালাচ্ছেন তিনি। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী সোমা।
[আরও পড়ুন: HS Result 2024: ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালে উচ্চ মাধ্যমিকের ফলাফল, কীভাবে জানবেন? জেনে রাখুন খুঁটিনাটি]
ঠাকুর পরিবারের সন্তান শান্তনু ঠাকুরের লেখাপড়া অস্ট্রেলিয়ায়। সে দেশে আত্মীয়স্বজনও রয়েছে তাঁদের। শোনা যায়, অস্ট্রেলিয়ায় সম্পত্তি রয়েছে তাঁর। মাঝে মধ্যেই শান্তনু ঠাকুর অস্ট্রেলিয়া সফরে যান বলে খবর। প্রসঙ্গত, শুধু শান্তনু জায়া নন, এবার ভোটের ময়দানে দেখা যাচ্ছে রাজ্য-রাজনীতির একাধিক হেভিওয়েট নেতার স্ত্রীকে। স্বামীর হয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েলও।