সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে ইডি-সিবিআইয়ের সাঁড়াশি চাপে। রোজ নিত্যনতুন মামলা, রোজ নতুন নতুন সমন। তৃণমূলের (TMC) একাংশের আশঙ্কা, লোকসভা ভোটের আগে গ্রেপ্তারও করা হতে পারে তাঁকে। এই সংকটের পরিস্থিতিতে মহুয়া মৈত্রের (Mohua Moitra) পাশে দাঁড়ালেন তাঁর মা মঞ্জু মৈত্র। মেয়ের পাশে দাঁড়িয়ে মায়ের বার্তা, "ওরা যদি তোমাকে গ্রেপ্তার করে, আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব।"
বুধবার মহুয়া মৈত্র মায়ের এই বার্তার একটি স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে মহুয়ার ফোনে মায়ের নম্বর ‘সেভ’ করা রয়েছে ‘মাম্মি মোবাইল এয়ারটেল’ নামে। ইংরেজিতে লেখা সেই বার্তায় তৃণমূল (TMC) প্রার্থীর মা বলছেন, ‘‘তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি প্রস্তুত রাখো। ওরা তোমায় গ্রেপ্তার করলে আমি ভোটে (Lok Sabha 2024) মনোনয়ন জমা দেব।’’ মায়ের সেই বার্তা শেয়ার করে মহুয়া বলছেন, "বিজেপির ইডি-সিবিআই (CBI) প্রেম প্রস্তাবে আমার মায়ের জবাব। মা তুমি সত্যিকারের শেরনি।"
[আরও পড়ুন: ‘ওদের ৬০ জায়গার নাম বদলে দেওয়া উচিত’, চিনকে যোগ্য জবাব দেওয়ার দাবি হিমন্তর]
সংসদে টাকার বিনিময়ে আদানি (Adani Group) বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে খারিজ হয়েছে মহুয়ার সাংসদ পদ। এনিয়ে তদন্ত করছে ইডি ও সিবিআই। আর সেই মামলায় এর আগে মহুয়া মৈত্রকে দিল্লির দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বেশ কিছু নথিপত্র চেয়ে তাঁকে তলবও করা হয়েছে একাধিকবার। এর মধ্যে মহুয়ার কলকাতার ফ্ল্যাটে তল্লাশিও চালায় সিবিআই। কলকাতার বাসস্থানটি আদতে মহুয়ার বাবা-মায়ের। সিবিআই তল্লাশির সময়ে মহুয়ার মা মঞ্জু মৈত্র সেখানে উপস্থিত ছিলেন।
[আরও পড়ুন: ছাগলের সঙ্গে অভিনেতা পৃথ্বীরাজের অন্তরঙ্গ দৃশ্য! কী বললেন ‘আদুজিবীথাম’ ছবির পরিচালক?]
মঙ্গলবারও মহুয়ার বিরুদ্ধে নয়া পদক্ষেপ করেছে ইডি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের হয়েছে। মহুয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই বিদেশি মুদ্রা আইন বা FEMA-র অধীনে মামলা চলছে।