shono
Advertisement
Lok Sabha 2024

'এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন', বাংলা নিয়ে বড় ঘোষণা মোদির

Published By: Subhajit MandalPosted: 12:11 PM May 12, 2024Updated: 04:39 PM May 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় ৪০০ পারের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইদানিং আর সেভাবে সেই ৪০০ পারের বুলি শোনা না গেলেও আসন বাড়ার অঙ্ক থেকে এখনও সরে আসেননি মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদি দাবি করেছেন, বিজেপি এবার লোকসভায় এমন এমন সব আসন জিতবে, যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন।

Advertisement

আসলে বিজেপি ৪০০ আসনের দাবি জানাচ্ছে বটে, কিন্তু বাড়তি আসন আসবে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। আসলে উত্তরপ্রদেশে ২০১৯ সালেই মোটামুটি বেশিরভাগ আসন জিতেছিল গেরুয়া শিবির। পশ্চিম ভারতেও তাই। এবার ওই এলাকাগুলিতে আসন বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। দক্ষিণে বিজেপি প্রথাগতভাবে দুর্বল। অন্তত রাজনৈতিক মহলে আলোচনা সেটাই। রইল বাকি পূর্ব ভারত। সেখানেও কড়া স্থানীয় আঞ্চলিক দলের বাধা রয়েছে। কিন্তু মোদির দাবি, এবার সবাইকে চমকে দেবে বিজেপি।

[আরও পড়ুন: খুনের হুমকি দিতেন মুকুটমণি! ‘মিঠুন স্যর বললেন, ভয় পেও না পাশে আছি’, দাবি স্বস্তিকার]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, "দেশের সব প্রান্তে আমাদের আসন বাড়বে। এমন এমন জায়গায় আসন বাড়বে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। উত্তপ্ররদেশে আমাদের বেশ কিছু আসন বাড়বে। বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে।" প্রধানমন্ত্রীর ভাষণে বোঝা গিয়েছে, বাংলা নিয়ে বেশ আশাবাদী তিনি। 

[আরও পড়ুন: ‘মহাগুরু’র মহা চমক! ভোটের আগেই মিঠুনের হাত ধরে বিজেপিতে রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী]

২৪-এর নির্বাচনকে (Lok Sabha 2024) টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন মোদি। প্রধানমন্ত্রীর কথায়, "প্রথম ইনিংসে আমরা অনেকটা এগিয়ে। বিরোধীরা অসহায় আত্মসমর্পণ করছেন। তাও আমরা লড়ছি দ্বিতীয় ইনিংসে রেকর্ড করার জন্য।" মোদি সাফ জানিয়ে দিয়েছেন, "বিরোধীরা হার মেনেই নিয়েছে। লড়াই নেই। তবে বিজেপির আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা রেকর্ড করার জন্য লড়ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভায় ৪০০ পারের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • সেভাবে সেই ৪০০ পারের বুলি শোনা না গেলেও আসন বাড়ার অঙ্ক থেকে এখনও সরে আসেননি মোদি।
  • মোদি দাবি করেছেন, বিজেপি এবার লোকসভায় এমন এমন সব আসন জিতবে, যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন।
Advertisement