shono
Advertisement
Lok Sabha Election 2024

গতবারের তুলনায় ৩ গুণ! চব্বিশের ভোটে বিপুল সম্পদ বাজেয়াপ্ত আয়কর দপ্তরের

Published By: Sucheta SenguptaPosted: 10:15 PM May 31, 2024Updated: 10:21 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের একেবারে শেষ বেলা আসন্ন। রাত পোহালেই শেষ দফা নির্বাচন। ৪ জুন গণনা ও ফলপ্রকাশের পরই সপ্তদশ লোকসভা নির্বাচনের পালা সাঙ্গ হবে। প্রতিবারের মতো এবারও এতদিন ধরে নির্বাচনী আবহে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে বেআইনি প্রচুর সম্পদ উদ্ধার করেছে আয়কর বিভাগ। প্রচার শেষের পর সেসব হিসেব কষতে বসে চোখ কার্যত কপালে উঠছে আয়কর কর্তাদের। অঙ্ক বলছে, ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে যে পরিমাণ নগদ, সোনা উদ্ধার হয়েছিল, এবার তার পরিমাণ প্রায় ৩ গুণ! এই তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ও কর্ণাটক। এই দুই রাজ্য থেকেই রেকর্ড পরিমাণ বেআইনি নগদ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার বাজেয়াপ্ত সমস্ত বেআইনি সম্পদের হিসেব প্রকাশ্যে এনেছে আয়কর দপ্তর (Income Tax)। তাদের হিসেব অনুযায়ী, ২০১৯-এর লোকসভা ভোটের সময় গোটা দেশ থেকে নগদ ও গয়না মিলিয়ে ৩৯০ কোটির বেআইনি অর্থ উদ্ধার হয়েছিল। এবার তা ১৮২ শতাংশ বেড়েছে! এবারের ভোটে (Lok Sabha Election 2024) এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ কমবেশি ১১৫০ কোটি। তার মধ্যে দিল্লি (Delhi) ও কর্ণাটকের সবচেয়ে বেশি - প্রতি রাজ্যে ২০০ কোটির বেআইনি নগদ (Cash) ও গয়না বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু। সেখান থেকে ১৫০ কোটির বেআইনি সম্পদ মিলেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা থেকেও রাজ্য পিছু ১০০ কোটির বেশি টাকা ও গয়না উদ্ধার হয়েছে।

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধী’, ইন্ডিয়ার ‘মুখ’ নিয়ে জল্পনার মাঝেই বার্তা খাড়গের

আয়কর বিভাগ জানাচ্ছে, এসব নগদ এবং গয়না (Gold) সবই ব্যবহার করা হচ্ছিল ভোটারদের প্রভাবিত করতে। দক্ষিণের রাজ্যগুলিতে ভোটের সময়ে এভাবে 'উপহার' দিয়ে জনসমর্থন টানা অতি পরিচিত ছবি। প্রতিবারই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্দেশিকা লঙ্ঘন করে এভাবে অর্থ ছড়ায় বলে অভিযোগ জমা পড়ে। এবছর ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি (MCC)। আর প্রচারের শেষ দিন ছিল ৩০ মে। এই সময়ের মধ্যেই এত বিপুল অঙ্কের বেআইনি সম্পদ উদ্ধার হল। ২০১৯এর তুলনায় যা তিনগুণ।

[আরও পড়ুন: লক্ষ্মীর ভাঁড় ভেঙে দেড় লক্ষ টাকা লুট! মাথায় হাত গৃহস্থের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চব্বিশের লোকসভা ভোটের মাঝে দেশজুড়ে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ কমবেশি ১১৫০ কোটি।
  • ২০১৯ সালের তুলনায় যা ৩ গুণ! অবাক আয়কর কর্তারাও।
Advertisement