shono
Advertisement
Lok Sabha Election 2024

গড় ১৭ হলেও সর্বোচ্চ ২৩ রাউন্ড ভোটগণনা রাজ্যের এই দুটি বুথে

Published By: Sayani SenPosted: 03:17 PM Jun 03, 2024Updated: 04:10 PM Jun 03, 2024

সুদীপ রায়চৌধুরী: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। বাংলা-সহ গোটা দেশজুড়ে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। গড়ে মোট ১৭ রাউন্ড গণনা হবে। তবে সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে দিনহাটার ৩১৮ নম্বর এবং শীতলকুচির ৩১০ নম্বর বুথ। সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে।

Advertisement

বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৮০ হাজার ৫৩০টি। ৩৯৪টি স্ট্রংরুমে রাখা রয়েছে ইভিএম। ভোটগণনা কেন্দ্র ৫৫টি। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। পোস্টাল ব্যালট ও ইটিবিপি গণনা হবে ৮৬টি কাউন্টিং হলে। মোট ৪ হাজার ৯৪৪ টি কাউন্টিং টেবিলে হবে গণনা। ওই টেবিলগুলিতে একজন করে সুপারভাইজার, কাউন্টিং ও মাইক্রো অবজার্ভার থাকবেন। ভোটগণনা দেখভালের দায়িত্বে মোট ৪১৮ জন। মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজারেরও বেশি গণনা কর্মী থাকবেন।

[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় ইতি? হার্দিক ফর্মে ফিরতেই নাতাশার ইনস্টায় ফিরল যুগলের ছবি]

গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে। প্রথম পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ। দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবে ২৫২৫ জন রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন।

অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন গণনা পর্যবেক্ষক থাকবেন। গণনা কেন্দ্রে শুধুমাত্র পর্যবেক্ষকরাই মোবাইল ব্যবহার করতে পারবেন। গণনা কেন্দ্রের মধ্যে কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না। গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কোন কিছু নিয়েই প্রবেশ করা যাবে না। যদি মোবাইল কারোর কাছে পাওয়া যায় তাহলে কেন্দ্রীয় বাহিনী তা বাজেয়াপ্ত করবে। নিয়ম অনুযায়ী, তাঁর জেল অথবা জরিমানা হতে পারে।

এছাড়া গণনা কেন্দ্র-সহ তার চারপাশে থাকবে সিসিটিভি নজরদারি। গণনা কেন্দ্রের ভিতর ওয়েব কাস্টিং হবে না। থাকবে সিসিটিভি। পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই নির্দিষ্ট ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করতে পারবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। সমস্ত গণনা কর্মীর নির্দিষ্ট সরকারি পরিচয়পত্র থাকতে হবে। একমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন। এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না। গণনা কেন্দ্র থেকে একবার বাইরে বেরিয়ে গেলে আর ফের ভিতরে ঢোকা যাবে না। শুধুমাত্র অবজার্ভার ও রিটার্নিং অফিসারারা এই নিয়মের ঊর্ধ্বে।

[আরও পড়ুন: পুনর্নির্বাচনেও রোখা গেল না অশান্তি, কাকদ্বীপ ও মথুরাপুরে কাঠগড়ায় বাহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গড়ে মোট ১৭ রাউন্ড ভোটগণনা হবে।
  • তবে সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে দিনহাটার ৩১৮ নম্বর এবং শীতলকুচির ৩১০ নম্বর বুথ।
  • সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে।
Advertisement