সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ভোটপ্রচারে এসে এবার বাঙালির সংস্কৃতিমনস্কতাকে হাতিয়ার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সত্যজিৎ রায় আবেগে শান দিলেন তিনি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশংকর বোসের সমর্থনে বুধবার মশাটে জনসভা করেন অমিত শাহ। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে তাঁর খোঁচা, ''আমাদের সত্যজিৎ রায়, খুব বিখ্যাত শিল্পী ছিলেন। তাঁর ছবি 'হীরক রাজার দেশে' খুব প্রসিদ্ধ। মমতার আমলে তিনি বেঁচে নেই। সত্যজিৎদা বেঁচে থাকলে 'হীরক রানির দেশে' নামে সিনেমা বানাতেন।'' তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলের পাশাপাশি চর্চা শুরু করেছেন সংস্কৃতিমনস্ক মানুষজনও। অনেকেরই প্রশ্ন, সত্যজিৎ রায়কে কতটা চেনেন অমিত শাহ? যে সিনেমার কথা উল্লেখ করছেন, তা কি দেখেছেন?
অমিত শাহর এই মন্তব্যের পরই পালটা আক্রমণে নেমেছে শাসকদল তৃণমূল। দলের মুখপাত্র তথা যুব নেতা সুদীপ রাহার প্রতিক্রিয়া, ''আসল হীরক রাজা তো নরেন্দ্র মোদি। তাঁর জমানায় যা দেশের হাল, তা তো বলার নয়। তাঁর জমানায় পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, মানুষজনের জীবনযাত্রার মান পড়ে যাওয়া - এসবই তো চলছেই। আর তাঁর পাশে বসে হীরক রাজার আরেক সেনাপতি অমিত শাহ মোদিকে দেখতে পাননি। আর মমতাকে বলছেন হীরক রানি! এটা সত্যের অপলাপ।''
[আরও পড়ুন: বিজয়ের আগাম শুভেচ্ছা! বিপুল প্রশংসায় ভরিয়ে অর্জুন সিংকে বাংলায় চিঠি মোদির]
এদিন মশাটের সভা থেকে সিএএ, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে বিঁধেছেন অমিত শাহ। 'ভাইপো' বলেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আর আপনার ভাইপো যতই বলুন, CAA হবেই। প্রত্যেক শরণার্থীকে আমরা নাগরিকত্ব দেবই। আর অনুপ্রবেশও বন্ধ করব। বিজেপিকে জেতান, অনুপ্রবেশ তো বন্ধ হবেই, সীমান্ত পেরিয়ে একটা পাখিও ঢুকতে পারবে না।'' শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী, বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিঁধে অমিত শাহর খোঁচা, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপ-রাষ্ট্রপতিকে, সাংবিধানিক পদকে নিয়ে মশকরা করেন! আরে কল্যাণ ব্যানার্জি, শরম করো, শরম করো, শরম করো। আপনি শ্রীরামপুরের জনপ্রতিনিধি। উপরাষ্ট্রপতিকে নিয়ে মজা করেন!’’ এর পর তাঁর আবেদন, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়ে কবীরশংকর বোসকে জেতান। বাংলা থেকে বিজেপিকে ৩০ আসন দিন।