বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: গত নির্বাচনে বাংলায় পিছিয়ে থাকা ২৪টি আসনের মধ্যে কাঁথি ছাড়া বাকি ২৩ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল গেরুয়া শিবির। শনিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আগামী সপ্তাহে দলের জাতীয় নির্বাচন কমিটির বৈঠক। তারপরই ১৫০-র বেশি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। সেই দিনই বাংলার ওই আসনগুলির প্রার্থী ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বাংলায় ২৩টি আসনে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়। সেখানও প্রার্থী তালিকা নিয়ে বঙ্গে দুই নেতার মধ্যে মতপ্রার্থক্য হয় বলে সূত্রের খবর। বিশেষ করে কলকাতার দু’টি আসন ছাড়াও দুই ২৪ পরগনা নিয়ে শাহ, নাড্ডা বিএল সন্তোষদের (BL Santosh) সামনেই সুকান্তদের দ্বন্দ্ব সামনে চলে আসে।
[আরও পড়ুন: ‘শেখ শাহজাহানের চামড়া, গুটিয়ে দেব আমরা’, বিজেপির স্লোগানের পালটা দিল তৃণমূল]
বিশেষত উত্তর কলকাতা, দমদম ও ডায়মন্ড হারবারের প্রার্থী কারা হবেন তা নিয়ে বৈঠকে হাজির দুই নেতা ভিন্ন মত দেন বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কি হয়েছে এখনই প্রকাশ্যে বলা যাবে না। তবে জানা গিয়েছে, প্রার্থী বাছাই ছাড়াও সন্দেশখালির প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। শীর্ষ নেতৃত্ব আন্দোলন আরও জোরদার করার পরামর্শ দিয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় নেতৃত্ব সবরকমের সাহায্য করবে বলে সুকান্তদের আশ্বাস দেন অমিত শাহ।
[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]
বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। সেই তালিকায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে দক্ষিণ ভারতের পাঁচ রাজ্য নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। এই পাঁচ রাজ্যের মানুষদের আস্থা অর্জনে বড় পদক্ষেপের পথে পদ্মশিবির। তামিলনাড়ু অথবা কর্নাটকের কোনও একটি আসন থেকেও প্রার্থী হতে পারেন নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে রামেশ্বরম আসনটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্রের খবর।