shono
Advertisement
Lok Sabha Election 2024

পুরুলিয়ায় ৫টি ইভিএমে বিজেপির ট্যাগ, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কমিশনের

অভিযোগকে পাত্তা দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
Published By: Subhankar PatraPosted: 09:12 AM May 25, 2024Updated: 09:57 AM May 25, 2024

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিক্ষিপ্ত হিংসার মধ্যে শনিবার শুরু হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। আজ রাজ্যের আটটি লোকসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। আর ভোট শুরুর আগেই বাঁকুড়া লোকসভার রুঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথে পাওয়া গেল বিজেপির ট্যাগ লাগানো ইভিএম। যা নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিষয়টি নজরে আসতেই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Advertisement

রঘুনাথপুর বিধানসভা পুরুলিয়া জেলার মধ্যে পড়লেও বাঁকুড়া লোকসভার অন্তগর্ত। এই বিধানসভার নিতুরিয়া থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ৫৬, ৫৮, ৬০, ৬১, ৬২ নম্বর পাঁচটি বুথে বিজেপির ট্যাগ লাগানো ইভিএম পাওয়া গিয়েছে। তৃণমূলের অভিযোগ 'মক পোলে'র সময় বিজেপির এজেন্টরা এই কাণ্ড ঘটিয়েছে। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিজেপি।

[আরও পড়ুন: চতুর্দিকে ছড়ানো মদের বোতল, ভোটের দিন ঝাড়গ্রামে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য]

বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে। বিষয়টি নিয়ে কমিশনের দৃষ্টি আর্কষণ করছি।" স্থানীয় বিজেপি নেতা বিবেক রাঙ্গা বলেন, "ঠিক কী হয়েছে তা আমার জানা নেই। তবে তৃণমূল বাঁকুড়া ও পুরুলিয়া দু'টি আসনই হারবে। তাই সারাদিন ধরে তারা এই রকম অভিযোগ তুলবে।" 

ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে টুইট করে লেখা হয় , "মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরেছেন বিজেপি কীভাবে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট লুট করে। আজ ভোটের দিন বাঁকুড়া লোকসভার রুঘুনাথপুরে ৫টি ইভিএম মেশিন বিজেপির ট্যাগ পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা উচিত।" 

[আরও পড়ুন: ব়্যাগিংয়ে যাদবপুরের ছাত্রমৃত্যু, ৩৮ জনের শাস্তির সিদ্ধান্তেই সিলমোহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঁকুড়া লোকসভার রুঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথে পাওয়া গেল বিজেপি ট্য়াগ লাগানো ইভিএম।
  • যা নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্য়ে।
  • তৃণমূলের অভিযোগ মকপোলের সময় বিজেপির এজেন্টরা এই কাণ্ড ঘটিয়েছে।
Advertisement