shono
Advertisement
Dilip Ghosh

'জলে ডুবে মরা উচিত', ফের মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ 'গদাধর' দিলীপের

Published By: Sucheta SenguptaPosted: 09:39 AM Apr 23, 2024Updated: 02:25 PM Apr 23, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: নির্বাচন কমিশনের সতর্কবার্তায় থোড়াই কেয়ার! ভোটের প্রচারে ফের কুকথার বন্যা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মঙ্গলবার হনুমান জয়ন্তীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একের পর এক বেলাগাম মন্তব্য করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালানো লস্কর জঙ্গি রাজারাম রেগেকে নিয়ে হইচই পড়তে তাকেই এবার প্রচারের ইস্যু করলেন দিলীপ ঘোষ। নিরাপত্তাহীনতার দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই! এদিন দুর্গাপুরের বি জোন বয়েজ মাঠে গদা নিয়ে প্রাতঃভ্রমণ সারেন বিজেপি প্রার্থী। তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে ফের বিতর্কিত কথাবার্তা বলেন।

Advertisement

জঙ্গি নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সোমবার কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে এই খবরে প্রকাশ্যে আনার পর যথেষ্ট তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তার জন্য দিলীপ ঘোষ (Dilip Ghosh) দায়ী করলেন রাজ্য প্রশাসনকেই। মঙ্গলবার প্রাতঃভ্রমণের পর তাঁর বক্তব্য, "যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে, তাদেরই এই অবস্থা। সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মত সন্ত্রাসবাদীকে কে পুষেছে? আর তাদেরকে কে মারবে? নির্বাচনের আর কোনও ইস্যু নেই। এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করেছে। এসব সহানুভূতির ভোট চলে গিয়েছে। 'ঠ্যাং ভেঙেছে', 'মাথা ফেটেছে'ও চলে গিয়েছে। এখন বলছেন, আমাকে মারছে। পাশ দিয়ে কুকুরের চলে গেলেও আপনাকে দেখবে না, এমন চরিত্র হয়ে গিয়েছে আপনাদের।"

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

এর পর দুর্গাপুরের (Durgapur) আশিস মার্কেটে বিজেপি নেতা, কর্মীদের সঙ্গে 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়ে দিলীপ ঘোষ আরেকপ্রস্ত আক্রমণ করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে। তাঁর কথায়, "ইডি, সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, তাতে তাঁর খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না, তাই রাস্তায় দাঁড়িয়ে 'চোর চোর' স্লোগান শুনতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত। ৫০ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে 'চোর' স্লোগান শুনতে হচ্ছে। এ জীবন রেখে কী লাভ? দিলীপ ঘোষ অশ্বত্থ গাছে নিচে দাঁড়িয়ে বলছে, ডুবে মরো। তবে ডুবে মরার জলও নেই পশ্চিমবঙ্গের।" একথা বলার পরও নেহাৎ সৌজন্য দেখিয়ে ক্ষমাও চান বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

[আরও পড়ুন: শূন্য থেকে শুরু! ‘সর্বহারা’ সেলিমকে সংসদে পাঠাতে প্রাণপাত করবে কংগ্রেস?]

এসব বেলাগাম মন্তব্যের পাশাপাশি এদিন অবশ্য দিলীপ ঘোষ জনতার উদ্দেশে রাজনৈতিক বার্তাও দিয়েছেন। মহিলাদের সঙ্গে জনসংযোগের পর বাম, কংগ্রেসের কর্মীদের প্রতি তাঁর আবেদন, বাম বা কংগ্রেসে নয়। তৃণমূল বিরোধী ভোট যেন বিজেপিকেই (BJP) দেন তাঁরা। দিলীপ বলেন, "আপনাদের নীতি এখন থাক। বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে। সেজন্য যারা কংগ্রেসের সিপিএমে ভোট দিয়েছিল, আমাদের সঙ্গে আসছে। ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন। বিধানসভা, পঞ্চায়েত, পুরসভায় নিজের নিজের ঝান্ডা নিয়ে লড়ুন। কিন্তু এখন, লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভোট বিজেপিকে দিন। তৃণমূল থাকলে হয়ত কোনওদিন আর মনোনয়নপত্রও জমা করতে পারবেন না। সেটিং সেটিং বলে তো দলটাই উঠে গেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মুখ্যমন্ত্রীর উদ্দেশে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের।
  • 'শেষ জীবনে 'চোর' স্লোগান শুনতে হচ্ছে। এ জীবন রেখে কী লাভ? জলে ডুবে মরো', মন্তব্য তাঁর।
Advertisement