সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে বিরোধীরা মিলে তৈরি করেছিল INDIA জোট। নাম দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই জোট বিশেষ পাকাপোক্ত হয়নি। তাই মমতার ফর্মুলা মেনে যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, সে সেখানে বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়নি। বাংলায় তো গোড়া থেকেই এই আসন সমঝোতা হয়নি। তৃণমূল নেত্রী ঘোষণা করে দিয়েছিলেন, বাংলার ৪২ আসনেই প্রার্থী দেওয়া হবে। সেইমতোই কাজ করেছে শাসকদল।
আর তার পর থেকেই নির্বাচনী প্রচারে লাগাতার সিপিএম-কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট কাটাকাটি করতে বিজেপির পরিকল্পনা অনুযায়ী বাম-কংগ্রেস বিভিন্ন আসনে সমঝোতা করে প্রার্থী দিয়েছে, এমনই অভিযোগ তাঁর। সোমবার মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় নির্বাচনী সভা থেকে তিনি কটাক্ষ করেই বললেন, ''ওদের তো একটা কিনলে আরেকটা ফ্রি। সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি।'' পাশাপাশি মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে 'বাজপাখি' বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো।
[আরও পড়ুন: যোগ্য-অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত SSC, সুপ্রিম কোর্টে নিয়োগ মামলার পরবর্তী শুনানি সোমবার]
আগামী ৭ মে, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) তৃতীয় দফা ভোটে শামিল হবেন মুর্শিদাবাদের ভোটাররা। ওইদিনই আবার ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও (By Election) ভোট দেবেন তাঁরা। ফলে দুই নির্বাচনের প্রচারেই সোমবার জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সিপিএম-কংগ্রেসের 'ভোট কাটাকাটির পরিকল্পনা' নিয়ে তীব্র কটাক্ষ করলেন। তাঁর কথায়, ''কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাজপাখি সেলিম। উনি জিততে পারবেন না। বিজেপির পরিকল্পনায় এরা কোথাও সিপিএম, কোথাও কংগ্রেস প্রার্থী দিয়েছে। বিজেপিকে হারাতে নয়, তৃণমূলের পাকা আসনে প্রার্থীদের হারাতে এই প্রার্থী দেওয়া হয়েছে। বিজেপি দেখবেন এদের টাচ করে না। অথচ তৃণমূলের সব নেতানেত্রীকে কীভাবে হেনস্তা করা হয়।'' এর পর নেত্রীর আরও সংযোজন, ''একটায় দুটো ফ্রি। সিপিএম কিনলে কংগ্রেস আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি।''
[আরও পড়ুন: পাঁচ মাস চলচ্ছক্তিহীন, চিকিৎসকদের নিরলস পরিশ্রমে সুস্থ জীবনে ফিরলেন ডাক্তারি ছাত্র]
এদিনের সভা থেকে INDIA জোটের কথা উল্লেখ করে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''INDIA জোটে আমি আছি, ওই নাম আমিই দিয়েছিলাম। কিন্তু সিপিএম-কংগ্রেসের বন্ধ জোটে নেই। কংগ্রেসকে বলেছিলাম, এখানে তোমাদের দুটো আসন দিচ্ছি। একার ক্ষমতায় লড়ো। কিন্তু শুনল না। মুর্শিদাবাদ, রায়গঞ্জ, মালদহে তৃণমূলের ভোটবাক্সে থাবা বসানোর লক্ষ্যে ওখানে প্রার্থীদের দাঁড় করিয়েছে। লাভ নেই। মনে রাখবেন, তৃণমূল প্রার্থীরা জিতলে আপনাদের জন্য কাজ করবে। ভোট কাটাকাটিতে যাবেন না।''