সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের মৃত্যুর পর পেরিয়েছে মাত্র দুদিন। চোখে জল নিয়ে ভোটের লাইনে দাঁড়ালেন নন্দীগ্রামের(Nandigram) মৃত বিজেপি কর্মী রথিবালা আড়ির মেয়ে সঞ্জু। ভোট দিয়ে বেরিয়ে বললেন, "ইভিএমেই মায়ের মৃত্যুর জবাব দিচ্ছি।"
ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মী রথিবালা আড়ি খুন হন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়ায়। তার পর পেরিয়েছে ২ দিন। আজ অর্থাৎ শনিবার লোকসভার (Lok Sabha Election 2024) ষষ্ঠ দফায় নন্দীগ্রামে ভোট। মায়ের মৃত্যুর ক্ষত এখনও টাটকা। তা সত্ত্বেও এদিন নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার মনসাবাজার এলাকার বুথে হাজির হলেন রথিবালাদেবীর মেয়ে সঞ্জু। তাঁকে দেখতে পেয়ে অন্যরা লাইন ছেড়ে দিলেন। চোখে জল নিয়েই ভোট দিলেন তিনি।
[আরও পড়ুন: সোনিয়ার গ্রেপ্তারি চেয়েছিলেন কেজরি, AAP-কে ভোট দিয়ে প্রিয়াঙ্কা বললেন, ‘আমরা গর্বিত’]
ভোট দিয়ে বেরিয়ে এদিন চোখ মুছতে মুছতে সঞ্জুদেবী বলেন, "ইভিএমেই মায়ের মৃত্যুর জবাব দিলাম।" তিনি আরও বলেন, "গোটা পরিবার ভেঙে পড়েছে। বাড়িতে দুই দাদা, বউদি আছে। বড়দা কলকাতার হাসপাতালে ভর্তি। আমি ভোট দিয়ে গেলাম। এর পর একে একে পরিবারের সবাই ভোট দেবেন।" এর পর বুথ ছাড়েন সঞ্জু।
প্রসঙ্গত, দিন দুয়েক আগে অর্থাৎ ভোট প্রচারের শেষলগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত ২টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রথিবালা আড়ি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ছেলেও। হাসপাতালে নিয়ে গেলে রথিবালাকে মৃত বলে ঘোষণা করা হয়।