shono
Advertisement
Lok Sabha Election 2024 Result

ইস বার একশো পার! ব্র্যান্ড মোদির বাজারেও 'আগুন পাখি' কংগ্রেস

Published By: Kishore GhoshPosted: 11:42 AM Jun 04, 2024Updated: 01:11 PM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্র্যান্ড মোদির হাওয়ায় রাহুল গান্ধীকে 'পাপ্পু' বলে কটাক্ষ করা হয়েছে। কংগ্রেসকে (Congress) দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এইসঙ্গে '৪০০ পারে'র স্লোগান দিয়েছিল বিজেপি (BJP)। অধিকাংশ বুথফেরত সমীক্ষাও দাবি করেছিল, আগের দুবারকে ছাপিয়ে তৃতীয়বার বিরাট জয় পেতে চলেছে গেরুয়া শিবির। যদিও ২০২৪ লোকসভা ভোটের জনতার রায় সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। চমকে দিয়ে এনডিএকে 'কাঁটে কা টক্কর' দিচ্ছে ইন্ডিয়া। তার চেয়েও বড় কথা এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম হতে দেখা যাচ্ছে কংগ্রেসের। ২০১৪ এবং ২০১৯ এর ব্যর্থতার পর ১০০-র বেশি আসনে জয় পেতে চলেছে কংগ্রেস! অন্যদিকে ২২৭টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট।

Advertisement

২০১৪ সালে সাকুল্যে ৪৪টি আসন জিতেছিল সোনিয়া গান্ধীর দল। ২০১৯ সালে গতবারের সঙ্গে যোগ হয়েছিল আরও ৮ আসন, অর্থাৎ গত লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল মোটে ৫২টি আসন। এইসঙ্গে শোচনীয় পরাজয় হয়েছিল ইউপিএ জোটের। সেখানে দুপুর ১২টা অবধি ২৩০ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। অবশ্যই এনডিএ জোট অনেকটাই এগিয়ে। তারা বর্তমানে ২৯০ আসন এগিয়ে রয়েছে। অন্যান্যরা ২০ আসনে এগিয়ে। তবে আসল কথা কংগ্রেসের পুনর্জাগরণ।

 

[আরও পড়ুন: যোগী-মোদি ম্যাজিক ফিকে! উত্তরপ্রদেশে বড় চমক ইন্ডিয়া জোটের]

বর্তমানে ৯৬ আসনে এগিয়ে রয়েছে নেতৃত্বাধীন কংগ্রেস। মাঝেমাঝেই একশো ডিঙিয়ে যাচ্ছে এগিয়ে থাকা আসনের সংখ্যা। আরও এক চমক বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশে। সেখানে যোগী ম্যাজিক ফিকে করে অধিকাংশ আসনে এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ইন্ডিয়া জোট এগিয়ে ৪৩ আসনে। এনডিএ সেখানে রয়েছে ৩৬-এ। অন্যান্য ১। উল্লেখ্য, রায়বরেলিতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। কর্নাটকের ওয়ানাড়েও ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে তিনি। দুই আসনে রাহুল জয় পেলে, ইন্ডিয়া জোট তথা কংগ্রেসের এই ট্রেন্ড দিনের শেষে ফলাফলে পরিণত হলে কৃতিত্ব দিতে হবে কংগ্রেসের যুবরাজকেই। 'পাপ্পু' কটাক্ষের জন্য আঙুল কামড়াতে হবে গেরুয়া শিবিরকে।

 

[আরও পড়ুন: হ্যাটট্রিকের শুরুতেই হোঁচট, প্রথমবার বারাণসীতে পিছিয়ে পড়লেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৪ সালে সাকুল্যে ৪৪টি আসন জিতেছিল সোনিয়া গান্ধীর দল।
  • বর্তমানে ৯৬ আসনে এগিয়ে রয়েছে নেতৃত্বাধীন কংগ্রেস।
Advertisement