shono
Advertisement
Lok Sabha Election 2024

ভোটের আগের দিন বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান! শোরগোল খড়দহে

ঘটনার নেপথ্যে তৃণমূল বলেই দাবি বিজেপির।
Published By: Tiyasha SarkarPosted: 12:36 PM May 31, 2024Updated: 02:05 PM May 31, 2024

অর্ণব দাস, বারাকপুর: ফের ফিরল বাম জমানার সাদা থানের রাজনীতি। সপ্তম দফার আগে বিজেপি কর্মীর বাড়ির সামনে মিলল সাদা থান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়দহ পুরসভার ৬ নম্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, খড়দহের বাসিন্দা পিন্টু পাল। খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি তিনি। শুক্রবার সকালে তাঁর বাড়ির সামনে একটি একটি সাদা থানা ও কালো প্লাস্টিকে মোড়া অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ গিয়ে সাদা থান ও কালো প্লাস্টিকটি উদ্ধার করে। ভোটের(Lok Sabha Election 2024) আগের দিন এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

[আরও পড়ুন: ‘দেশ যেন এগিয়ে থাকে’, ভোট উৎসবের অন্তিমলগ্নে বিশেষ বার্তা তৃণমূল ‘সুপারস্টার’ দেবের]

বিজেপির দাবি, গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল। এলাকাবাসীকে ভয় দেখাতে একাজ করেছে শাসকদল। যদিও শাসকদল এই অভিযোগ মানতে একেবারেই নারাজ। তাদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। ভোটের আগে এই ঘটনা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। প্রসঙ্গত, খড়দহ দমদম লোকসভা আসনের অন্তর্গত। আগামিকাল অর্থাৎ সপ্তম দফায় ওই এলাকায় ভোট। 

[আরও পড়ুন: কাশ্মীরের থানায় সেনা-পুলিশ সংঘর্ষ! আহত ৫ পুলিশকর্মী, ১৬ জওয়ানের বিরুদ্ধে FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ফিরল বাম জমানার সাদা থানের রাজনীতি। সপ্তম দফার আগে বিজেপি কর্মীর বাড়ির সামনে মিলল সাদা থান।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়দহ পুরসভার ৬ নম্বরে।
  • খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহড়া থানার পুলিশ।
Advertisement