shono
Advertisement
Lok Sabha Election Result 2024

ভোটগণনার আগের রাতে ফের অশান্ত ভাঙড়, বিস্ফোরণে আহত ৫

Published By: Subhankar PatraPosted: 08:02 AM Jun 04, 2024Updated: 09:01 AM Jun 04, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আজ, মঙ্গলবার দেশের রায় (Lok Sabha Election Result 2024)। দুপুরের মধ্যেই কার্যত পরিষ্কার হয়ে যাবে কারা সরকার গঠন করবে। তার আগে উত্তপ্ত এলাকা পরিচিত ভাঙড় ফের শিরোনামে। গণনার আগের রাতে হল বোমা বিস্ফোরণ। ভাঙড় দু নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত চালতা বেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। তাঁদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, বোমা বাধার সময় এই  বিস্ফোরণ ঘটে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানাপুকুর এলাকায় বোমা বাধার সময়, সামগ্রিতে আগুন লাগে সেই থেকে বিস্ফোরণ। ঘটনায় আহত আজহারউদ্দিন আইএসএফের পঞ্চায়েত সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশিপুর থানা পুলিশ ও কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।

[আরও পড়ুন: আবগারি দুর্নীতির অঙ্ক ১১০০ কোটি টাকা! কবিতার বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ইডির]

ভাঙড়ে(Bhangar) বোমাবাজি নতুন নয়। রবিবার রাতে উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে  বোমাবাজি শুরু হয়। প্রায় গোটা রাতভরই চলে অশান্তি। দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। কাঠগড়ায় আইএসএফ। যদিও আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা পালটা তৃণমূলের বিরুদ্ধে বাইক বাহিনী দিয়ে এলাকায় অশান্তির অভিযোগ তুলেছে। স্থানীয় আইএসএফ কর্মী-সমর্থকদের দাবি, তৃণমূলের মদতে এলাকায় অন্তত ৩০০-৪০০ জনের বাইক বাহিনী ঢুকেছে। তারাই বোমাবাজি করেছে। বোমাবাজি করে ফেরার পথে পড়ে গিয়ে দুই তৃণমূল কর্মী-সমর্থক জখম হয়েছেন বলেই দাবি আইএসএফের। এই আবহে গণনার সময় বিশেষ নজর রয়েছে প্রশাসনের। 

[আরও পড়ুন: দেশের রায় LIVE UPDATE: শুরু ভোটগণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট ও ইটিবিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ, মঙ্গলবার দেশের রায় দুপুরের মধ্যেই কার্যত পরিষ্কার হয়ে যাবে কারা সরকার গঠন করবে।
  • তার আগে উত্তপ্ত এলাকা পরিচিত ভাঙড় ফের শিরোনামে।
  • গণনার আগের রাতে হল বোমা বিস্ফোরণ।
Advertisement