shono
Advertisement

নদিয়ায় সভার কয়েক ঘণ্টা আগে ঝড়ে লণ্ডভণ্ড মুখ্যমন্ত্রীর সভাস্থল, চিন্তায় আয়োজকরা

Published By: Subhankar PatraPosted: 09:49 AM Mar 31, 2024Updated: 10:33 AM Mar 31, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: রবিবার নদিয়ার(Nadia) ধুবুলিয়া থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। সভার বাকি আর কয়েক ঘণ্টা। তার আগে আজ, রবিবার কাক ভোরে প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হল সভাস্থল। এই মুহূর্তে তড়িঘড়ি তা সারানোর কাজ চলছে। সভা শুরুর আগেই সভাস্থল ঠিক হয়ে যাবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আয়োজকদের।

রবিবার ভোরে নদিয়ার বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হয়। ধুবুলিয়াতে মুখ্যমন্ত্রীর সভাস্থলেও সেই প্রভাব পড়ে। সভাস্থলের একাংশ ভেঙে গেলেও মুখ্যমন্ত্রীর সভার মূল মঞ্চের বিশেষ ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। মূলত যে অঞ্চলে কর্মীরা বসেন সেই জায়গার উপরের ছাউনি খুলে গিয়েছে। এখন জোর কদমে চলছে তা ঠিক করার কাজ।  খুলে যায় কর্মী-সমর্থকদের বসার উপরের অংশ। বেশ কিছু বাঁশও খুলে পড়েছে।

Advertisement

[আরও পড়ুন : প্রার্থী হয়েই প্রচারে ঝড় তুললেন সায়ন্তিকা, চ্যালেঞ্জ বিজেপিকে]

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তড়িঘড়ি শুরু হয়েছে সভাস্থল ঠিক করার কাজ। নেতাদের দাবি, সভা শুরু আগেই সব আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে।  মুখে বললেও তা কতটা  সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে কর্মীদের মনে।     

[আরও পড়ুন: সাহিত্যিকের বিরুদ্ধে সমাজসেবী চিকিৎসক, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকে চেনেন?]

লোকসভা ভোট (Lok Sabha Election ) ঘোষণার পর রবিবার প্রথম সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার ধুবুলিয়ায়, কৃষ্ণনগর লোকসভার প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra) সর্মথনে প্রচার করবেন তিনি। এই সভায় উপস্থিত থাকার কথা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারির। গত ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। তারপরে এটাই তাঁর প্রথম সভা। কৃষ্ণনগরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়। লড়াই বেশ কঠিন বলে দাবি রাজনৈতিক মহলের। আজকের পর ১ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে জনসভা করার কথা মমতার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement