সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের দীর্ঘ আলোচনা-বিতর্কের পর লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। বুধবার সংসদের নিম্ন কক্ষে বিরোধীদের নিরঙ্কুশ সমর্থনে বিলটি পাশ হয়ে যায়। বিলটির পক্ষে ভোট দেন ৪৫৪ জন সাংসদ। বিপক্ষে ভোট দেন মাত্র দু’জন।
অতীতে একাধিকবার এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা হয়েছে। মূলত সমাজবাদী পার্টি এবং আরজেডির এই বিলে প্রবল আপত্তি জানিয়ে এসেছে। ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে লোকসভায় ওই বিল পেশ করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী এম থাম্বিদুরাই। কিন্তু সেই বিলের কপি ছিঁড়ে ফেলেন আরজেডির এক সাংসদ। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উদ্যোগে, ২০০৮ সালে রাজ্যসভায় ওই বিল পাশ করানোর চেষ্টা হয়। সেবারেও বিরোধিতা করে আরজেডি এবং সমাজবাদী পার্টি। বস্তুত, এর আগে যতবার এই বিল পাশ করানোর চেষ্টা হয়, প্রতিবারই বাধা দেয় আরজেডি এবং সমাজবাদী পার্টি।
[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]
কিন্তু এবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সমর্থনের কথা আগেই ঘোষণা করেছিল বিরোধী শিবির। এগিয়ে এসেছিলেন আরজেডির মহিলা নেত্রী রাবড়ি দেবী, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, বিএসপির মায়াবতীরা। শর্তসাপেক্ষে বিলটির পাশে দাঁড়ান তাঁরা। ফলে বিলটি প্রায় বিরোধীহীন ভাবে পাশ হল লোকসভায়। বুধবার বিলটির পক্ষে ভোট দেন ৪৫৪ জন। আর মাত্র দুজন ভোট দেন এর বিপক্ষে।
[আরও পড়ুন: মেটাতে পারেননি ৩ হাজার টাকা, বাজারের মাঝে ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর! গ্রেপ্তার ২]
এবার এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। লোকসভায় যেভাবে বিরোধীরা বিলটির পাশে দাঁড়িয়েছে, তাতে রাজ্যসভাতেও এটি পাশ হয়ে যাওয়ার সম্যক সম্ভাবনা আছে। বিলটি পাশ হলে দেশের সব বিধানসভা এবং লোকসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।