সঞ্জিত ঘোষ, নদিয়া: বাংলা বছরের প্রথম দিনেই দু:সংবাদ। টানা প্রচারে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় (Amrita Roy)। পরিবার সূত্রে খবর, তাঁকে একদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) দামামা বেজে গিয়েছে। প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। পিছিয়ে নেই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায়ও। চড়া রোদ উপেক্ষা করে কখনও হুড খোলা গাড়িতে, কখনও পায়ে হেঁটে দিনভর টানা প্রচার চালাচ্ছেন তিনি। রাজবাড়ির গণ্ডি টপকে মাঠে ময়দানে নেমে মানুষের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করছেন । জানা গিয়েছে, চড়া রোদের কারণেই গতকাল প্রচারের মাঝেই অসুস্থ বোধ করেন রাজমাতা। রাতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। রবিবার বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়।
[আরও পড়ুন: নির্বাচনী আবহে অভিষেকের হেলিকপ্টার থামিয়ে আয়কর তল্লাশি! কী মিলল?]
রিপোর্ট দেখে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। এদিন রাজবাড়িতেই বিশ্রামে রয়েছেন বিজেপি প্রার্থী। দলের শীর্ষ নেতা ছাড়া কারও সঙ্গে দেখা করেননি তিনি। বন্ধ রয়েছে মোবাইলও। এবিষয়ে কৃষ্ণনগর রাজ পরিবারের পক্ষ থেকে অমৃতাদেবীর পুত্র মণীশচন্দ্র রায় বলেন, “আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই সময় একটু ঠাণ্ডা গরম লাগে সকলেরই। ফলে খুব একটা চিন্তার কারণ নেই। চিকিৎসক দেখে বিশ্রাম নিতে বলেছেন। সেই মতই তিনি গোটা দিন বিশ্রাম নিচ্ছেন।” প্রসঙ্গত, প্রচণ্ড গরমে প্রচার করতে গিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও ওই আসনের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম, দুজনই অসুস্থ হয়ে পড়েছিলেন।