shono
Advertisement

Breaking News

Lok Sabha Polls 2024

বাম ও কংগ্রেসের একাংশের ক্ষোভ! জোড়া ফলায় ঘাটালের প্রার্থী প্রত্যাহারের পথে হাতশিবির

ভগবানগোলা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী নিয়েও অশান্তি চরমে।
Posted: 05:49 PM Apr 08, 2024Updated: 07:51 PM Apr 08, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একদিকে বামেদের উষ্মা, অন্যদিকে দলের অন্দরের ক্ষোভ। দুইয়ের জোড়া ফলায় ঘাটাল লোকসভা আসনের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্তের পথে কংগ্রেস। এদিকে ভগবানগোলার উপনির্বাচনের প্রার্থী নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

Advertisement

বাম-কংগ্রেসের আসন সমঝোতার চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ইতিমধ্যেই ২৯ টি আসনে প্রার্থী দিয়ে বামেরা। বেশ কিছু আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে। এই পরিস্থিতিতে রবিবার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে হাত শিবির, বনগাঁ-উলুবেড়িয়া ও ঘাটাল। ঘাটাল আসনে দেব ও হিরণের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করে বিজেপিত্যাগী পাপিয়া চক্রবর্তীকে। ঘাটাল আসনের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করেই দানা বাঁধে বিতর্ক। কারণ, ঘাটাল লোকসভা(Lok Sabha Polls 2024) কেন্দ্রে আগেই বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল।

[আরও পড়ুন: বোম মেরে উড়িয়ে দেওয়া হবে কলকাতার ২০০ স্কুল! জঙ্গি-মেল ঘিরে আতঙ্ক চরমে]

সোমবার বিধানভবনে ঘাটালের প্রার্থীর বিরোধিতায় বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মীরা। একদিকে বামেদের চাপ, অন্যদিকে দলের অন্দরের ক্ষোভ। দুদিন বিচার করে কংগ্রেস ঘাটালের প্রার্থীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। যদিও এবিষয়ে এখনও দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ঘোষণার পরও বিক্ষোভে শামিল সিপিএমের একাংশ। জোট ভাঙার আশঙ্কা অনেকের মনে। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "ভাঙলে ভাঙবে। ভগবানগোলায় যা হয়েছে উপর থেকে হয়েছে।" প্রসঙ্গত রবিবার ফেসবুকে ভগবানগোলার কংগ্রেস প্রার্থী নিয়ে সরব হন এক সিপিএম নেতা। অবিলম্বে ভগবানগোলার বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা করতে হবে বলে দাবি তোলেন তিনি।

[আরও পডুন: রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনলে ইতিহাসের ভুল দিকে থাকবে ভারত, হুঁশিয়ারি আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে বামেদের উষ্মা, অন্যদিকে দলের অন্দরের ক্ষোভ।
  • দুইয়ের জোড়া ফলায় ঘাটাল লোকসভা আসনের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্তের পথে কংগ্রেস।
  • এদিকে ভগবানগোলার উপনির্বাচনের প্রার্থী নিয়েও তৈরি হয়েছে জটিলতা।
Advertisement