shono
Advertisement

Breaking News

Dev

'জয় শ্রীরাম হোক বা জয় বাংলা...' ভোট প্রচারে 'ধর্মের পরম ধর্ম' শেখালেন দেব

সোশাল মিডিয়ায় দেবের এই ভিডিও ভাইরাল।
Posted: 04:09 PM Apr 16, 2024Updated: 05:08 PM Apr 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে ‘ব্লকবাস্টার’ ব্যাটন চালাচ্ছেন দেব। প্রচারের ফাঁকে কখনও দলীয়কর্মীদের সঙ্গে চায়ের আড্ডায় মাতছেন, তো কখনও পাত পেরে খাচ্ছেন। জনতার ভিড়ে মিশে গিয়ে দেব কোনও তারকা নয়, বরং ঘাটালের নিজের ছেলে।

Advertisement

সেই দেবই এবার পশ্চিম মেদিনীপুরের হরিরামপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মের পরম ধর্মের কথা শোনালেন। যে দেশে ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের আবেগকে ভোটে ব্যবহার করে কিছু রাজনৈতিক দল নিজের স্বার্থপূরণ করে, তারই যেন বিরোধীতা করে, মানুষের ভালো থাকার রসদ নিয়ে তুলে ধরলেন দেব। সেই বক্তব্যর ভিডিওই সোশাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখলেন, ''জয়-শ্রী-রাম হোক বা জয়-বাংলা, ধর্মের পরম ধর্ম মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল।''

[আরও পড়ুন: কোলের সন্তানকে হারিয়েছিলেন, বছর ঘুরতে না ঘুরতেই ফের বাবা হচ্ছেন গায়ক কাবো]

প্রসঙ্গত, জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে প্রচারের ময়দানেও নজর কাড়ছেন দেব। ভোট প্রচারের অবসরে ক্লান্ত শরীরে সুপারস্টার অভিনেতাকে দেখা গেল দলীয় কর্মীর বাড়িতে কাগজের কাপ হাতে চায়ে চুমুক দিতে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় চর্তার শিরোনামে। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই, বরং একেবারে সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে বটে! নিন্দুকদের একাংশের মতে, ‘ভোটের জন্যই এহেন পাবলিক স্টান্ট দেবের।’ কারও মন্তব্য, ‘এখন প্রচারের স্বার্থে অনেক কিছুই করতে দেখা যাবে তারকাদের।’ তবে দেবের হয়ে পালটা পাটকেল ছুঁড়েছেন তাঁর ভক্তরাই। এবার জিতলে তিনি যে ঘাটালের সাংসদ হিসেবে হ্যাটট্রিক করবেন, সেই আশাতেই বুক বাঁধছেন তাঁরা।

[আরও পড়ুন: মাত্র ৩৮ বছরেই মৃত্যু পরিচালক হিরণের, বন্ধ ঘরে উদ্ধার দেহ!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement