shono
Advertisement

সমর্থক টানতে ব্যর্থ নেতৃত্ব, ফাঁকা মাঠেই মমতাকে আক্রমণ অমিত শাহের

‘রামনাম’ করা নিয়ে মমতার সমালোচনায় সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ The post সমর্থক টানতে ব্যর্থ নেতৃত্ব, ফাঁকা মাঠেই মমতাকে আক্রমণ অমিত শাহের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM May 07, 2019Updated: 05:26 PM May 07, 2019

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: কথায় আছে ‘ফাঁকা মাঠে গোল দেওয়া’৷ মঙ্গলবার ঘাটালের বিদ্যাসাগর স্কুল ময়দানে ভারতী ঘোষের সমর্থনে করা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভায় জন সমাগম দেখে কটাক্ষের সুরে একথাই বলছেন বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা৷ দলের সর্বভারতীয় সভাপতির জনসভা বলে কথা, তাই প্রচারে কোনও ত্রুটি রাখেনি জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ কিন্তু তাতেও মাঠ ভরাতে ব্যর্থই হলেন তাঁরা৷ কার্যত ফাঁকা মাঠেই ভারী ভারী শব্দে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অমিত শাহ৷ অভিযোগ করলেন, ‘জয় শ্রীরাম’ বললেই এখন  অসন্তুষ্ট হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[ আরও পড়ুন: ‘আমি তৃণমূলের সৈনিক মাত্র,দিদির উপর আস্থা রাখুন’, প্রচারে বার্তা মিমির ]

যে মাঠে মোটামুটি পঞ্চাশ হাজার মানুষ একসঙ্গে স্থান পেতে পারেন, সেই মাঠে খুব বেশি হলে এক থেকে দেড় হাজার কর্মী-সমর্থক নিয়ে জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ সাফাই দিলেন, সভায় আগত বহু সমর্থককে বলপূর্বক আটকেছে তৃণমূল৷ হুঁশিয়ারির সুরে বললেন, এখানে বিজেপিকে থামানো যাবে না৷

দলের শীর্ষ নেতা যাই বলুন না কেন, অন্য সুর শোনা গিয়েছে জেলার বিজেপি কর্মীদের গলায়৷ তাঁদের বক্তব্য, সকাল ১০টায় অমিত শাহের জনসভা হওয়ার কথা থাকলেও, তিনি সভাস্থলে উপস্থিত হন দুপুর ১টায়৷ ফলে তিন ঘণ্টা গ্রীষ্মের চড়া রোদে বসে থাকতে হয় তাঁদের৷ অনেকে অসন্তুষ্ট হয়ে ফিরে যান৷ তাঁদের আরও অভিযোগ, এদিনের সভাস্থলে ছিল না কোনও ছাউনি৷ ছিল না সামান্য পানীয় জলের ব্যবস্থাও৷ কড়া রোদে অসুস্থও হয়ে পড়েন অনেকে৷ যদিও সভায় লোক না হওয়ার অন্য সাফাই দিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য৷ তিনি জানান, এখন ধান কাটার সময়৷ তাই কাজের চাপে বহু কর্মী-সমর্থক আসতে পারেননি৷

[ আরও পড়ুন: দত্তপুকুরে সবজির গুদামে বিধ্বংসী আগুন, বন্ধ যান চলাচল ]

জনাকয়েক সমর্থকের সামনেই এদিনের জনসভা থেকে ‘জয় শ্রীরাম’ বিতর্কে  মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান অমিত শাহ৷ অভিযোগ করেন, ‘জয় শ্রীরাম’ বললে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হচ্ছেন৷ উনি ভারতের সংস্কৃতি ভুলে গিয়েছেন৷ কিন্তু বিজেপি সমর্থকদের ভারতের সংস্কৃতি থেকে দূরে রাখা যাবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রুখতে পারবেন না৷ হুঁশিয়ারির সুরে বলেন, “২৩ তারিখ বাংলায় ২৩টা আসন পাবে বিজেপি৷ এরপর বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করা হবে৷ বাংলায় পরিবর্তন আসবেই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর থাকবে না৷” তিনি আরও বলেন, ‘‘সমগ্র দেশে এখন একটাই স্লোগান ঘুরছে – মোদি…মোদি…মোদি৷ এই স্লোগান আসলে নরেন্দ্র মোদিকে দেওয়া দেশবাসীর আশীর্বাদ৷ এই স্লোগানই বলছে ২৩ তারিখের পর নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রীর আসনে বসবেন৷’’

[ আরও পড়ুন: বাম সমর্থকের বাড়িতে বোমাবাজি, দত্তপুকুরে জখম শিশু]

এখানেই শেষ নয়, এদিন দাড়িভিট প্রসঙ্গ টেনেও মমতা সরকারকে আক্রমণ করেন অমিত শাহ৷ অভিযোগের সুরে বলেন, ‘‘ছাত্ররা বাংলা পড়তে চেয়েছিল৷ কিন্তু মমতার সরকার ওদের উর্দু পড়তে বাধ্য করেছিল৷ তাঁরা রাজি না হওয়ায়, ওদের গুলি করেছে মমতার প্রশাসন৷’’ অন্যান্য জনসভার মতোই এদিনও নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসি-র পক্ষে সওয়াল করেন শাহ৷ তুলে ধরেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একগুচ্ছ প্রকল্পের সফলতার উদাহরণ৷ অভিযোগ করেন, বাংলার উন্নয়নে গত পাঁচ বছরে ৪ লক্ষ ২৪ হাজার ৮০০ কোটি টাকা দিয়েছে মোদি সরকার৷ কিন্তু সেই টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি৷ শাসকদলের সিন্ডিকেট রাজ সেই টাকা নয়ছয় করেছে৷

The post সমর্থক টানতে ব্যর্থ নেতৃত্ব, ফাঁকা মাঠেই মমতাকে আক্রমণ অমিত শাহের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement