shono
Advertisement

হাতিয়ার উন্নয়ন, নুসরতকে ভোটদানের আরজি অভিনেতা সোহমের

ভোটের আগে দিনরাত প্রচারে ব্যস্ত বসিরহাটের তৃণমূলের তারকা প্রার্থী৷ The post হাতিয়ার উন্নয়ন, নুসরতকে ভোটদানের আরজি অভিনেতা সোহমের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM May 13, 2019Updated: 05:35 PM May 13, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট: ৬ দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে৷ বাকি আর মাত্র এক দফা৷ ১৯ মে ভাগ্যপরীক্ষা বসিরহাটে তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহানের৷ তার আগে শেষবেলার প্রচারে ব্যস্ত অভিনেত্রী৷ নুসরতের প্রচারে তারকার ভিড়৷ রোড শোতে তৃণমূল প্রার্থীর সঙ্গী অভিনেতা সোহম চক্রবর্তী৷ তারকা প্রার্থীকে ভোট দেওয়ার আরজি তাঁর গলাতেও৷

Advertisement

[ আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে দু’মিনিটে সেতু তৈরি দেব’, মথুরাপুরে প্রচারে গিয়ে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর]

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে নাম ঘোষণার আগে পর্যন্ত নাকি প্রার্থী হচ্ছেন বলে জানতেন না নুসরত জাহান৷ নির্বাচনী লড়াই লড়তে হবে শোনার পর যদিও বিন্দুমাত্র সময়ও নষ্ট করেননি তিনি৷ পরিবর্তে শুটিংয়ের ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে মন দিয়েছিলেন প্রচারে৷ ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে জোর দিচ্ছেন তারকা প্রার্থী৷ দিনরাত জনসংযোগেই কাটছে তাঁর৷ রবিবার সন্ধেবেলা গাড়িতে চড়ে হাড়োয়া থানার আটপুকুর মনসাতলা থেকে উছূলদহ পর্যন্ত প্রচার করেন তিনি৷ সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী৷ দুই তারকাকে দেখতে তখন পথের দু’ধারে প্রায় জনসমুদ্র৷ ভোটারদের সঙ্গে গাড়ি থেকেই কথাও বলেন নুসরত৷

সোমবার সকালে বসিরহাট লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় জনসভা এবং রোড শো-র মাধ্যমে জনসংযোগ সারেন তৃণমূলের তারকা প্রার্থী৷

[ আরও পড়ুন: ফের গুলি চালানোর হুঁশিয়ারি দিয়ে বিতর্কে সায়ন্তন বসু, পালটা জবাব জ্যোতিপ্রিয়র]

বসিরহাট দক্ষিণ এলাকায় এদিন নুসরত জাহানের হয়ে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার সারেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ 

দক্ষতার নিরিখে অভিনেত্রী হিসাবে টলিপাড়ায় দিব্যি প্রভাব জমিয়েছেন নুসরত৷ কেরিয়ারের মধ্যগগনে দ্বিতীয় ইনিংসের সূচনা৷ রাজনীতির ময়দানে সদ্যই পাড়ি জমিয়েছেন তিনি৷ তৃণমূলের তরফে মিলেছে উপহার৷ রাজনীতির আঙিনায় পা রেখে পেয়েছেন সাংসদ হিসাবে ভোটে লড়ার টিকিট৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই লড়ছেন তিনি৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী পদ্ম শিবিরের সায়ন্তন বসু৷ রাজনীতির কারবারিদের দাবি, পাকা রাজনীতিকের বিরুদ্ধে নুসরতের লড়াই যে খুব একটা সোজা নয়, সে সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই প্রসঙ্গে বিরোধীরা অবশ্য তৃণমূল নেত্রীকে টিপ্পনি কাটতে ছাড়েননি৷ তাঁদের দাবি, নুসরতের ধর্ম এবং অভিনেত্রী হিসাবে গ্ল্যামারকে কাজে লাগিয়েই নাকি বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ের হাসি হাসতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও নিন্দুকদের দাবি মানতে নারাজ ঘাসফুল শিবির৷ বরং তৃণমূল নেত্রী বারবার দাবি করেছেন, রাজনীতিতে সদ্য পা রাখা নুসরত সাংসদ হওয়ার যোগ্য৷ উন্নয়নের কথা ভেবে তাঁকেই ভোট দেওয়া প্রয়োজন৷ তবে ঘাসফুল নাকি পদ্ম ফুল, বসিরহাটে কোন শিবিরের জয়জয়কার হয়, সেটাই এখন দেখার৷

The post হাতিয়ার উন্নয়ন, নুসরতকে ভোটদানের আরজি অভিনেতা সোহমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement