shono
Advertisement
LSG

'নিকৃষ্টতম দল', ক্রিকেটারকে 'হেনস্তা'র ভিডিও প্রকাশ্যে আসতেই লখনউকে তোপ নেটিজেনদের

ঠিক কী পোস্ট করা হয়েছে লখনউয়ের তরফে?
Published By: Anwesha AdhikaryPosted: 09:03 PM Mar 22, 2025Updated: 09:03 PM Mar 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিকৃষ্টতম ফ্র্যাঞ্চাইজি হল লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলটির সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট হওয়ার পরেই একযোগে সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। তাঁদের মতে, সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য ক্রিকেটারদের মানসিক কষ্টকেও ব্যবহার করতে ছাড়ে না লখনউ।

Advertisement

ঠিক কী পোস্ট করা হয়েছে লখনউয়ের তরফে? দিনকয়েক আগেই এলএসজি শিবিরে যোগ দিয়েছেন তারকা ব্যাটার ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুবাদে বহুবার ট্রফিজয়ের কাছে পৌঁছেও স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। আইপিএলেও ফাইনালে উঠে হেরেছেন তিনি। এতসব ব্যর্থতার মধ্যে কোনটা সবচেয়ে বেশি কষ্টের? সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় প্রোটিয়া ব্যাটারের দিকে। গম্ভীর মুখেই উত্তর দিতে বাধ্য হন মিলার।

সেই ভিডিও পোস্ট করা হয় লখনউয়ের সোশাল মিডিয়ায়। তারপরেই নেটিজেনদের প্রবল রোষে পড়েছে লখনউ টিম ম্যানেজমেন্ট এবং সোশাল মিডিয়া ম্যানেজার। নেটিজেনদের একজনের কথায়, "সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এটা আসলে মজা নয়, ক্রিকেটারদের শোষণ করা। ক্রিকেটারদের মানসিক সুস্থতা নিয়ে এরা একটুও ভাবে না।"

কারোওর মতে, এইভাবে প্রশ্নের মুখে পড়ে মিলারকে কতটা যন্ত্রণা সহ্য করতে হল সেটা ভেবেই খারাপ লাগা উচিত। অনেকেই বলছেন, আইপিএলের নিকৃষ্টতম দল এই লখনউ সুপার জায়ান্টস। প্রসঙ্গত, গতবছর তৎকালীন লখনউ অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে প্রকাশ্যেই উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গিয়েছিল মালিক গোয়েঙ্কাকে। সেই সময়েও লখনউয়ের মালিক এবং ম্যানেজমেন্টকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। নতুন মরশুমে ফের নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ল লখনউ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক আগেই এলএসজি শিবিরে যোগ দিয়েছেন তারকা ব্যাটার ডেভিড মিলার।
  • নেটিজেনদের প্রবল রোষে পড়েছে লখনউ টিম ম্যানেজমেন্ট এবং সোশাল মিডিয়া ম্যানেজার।
  • অনেকেই বলছেন, আইপিএলের নিকৃষ্টতম দল এই লখনউ সুপার জায়ান্টস।
Advertisement