সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর ১৪ বছর পর বেঁচে উঠলেন এলটিটিই (LTTE) নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ (Velupillai Prabhakaran)! ওয়ার্ল্ড কনফেডারেশন অব টামিলস-এর সভাপতি পি নেদুমারান দাবি করলেন, প্রভাকরণ বেঁচে আছেন এবং সুস্থ আছেন। শীঘ্রই তিনি প্রকাশ্যে আসবেন বলেও দাবি করেছেন তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক।
২০০৮-০৯ সালে তামিল টাইগার বা এলটিটিই-র বিরুদ্ধে অভিযান শুরু করেছিল শ্রীলঙ্কার সেনা (Srilankan Army)। ২০০৯ সালের ১৮ মে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছিল প্রভাকরণের। উত্তর শ্রীলঙ্কার মুল্লিভায়াকালের জঙ্গল থেকে দেহ উদ্ধার হয়েছিল। সেই সময় তাঁর দেহ প্রকাশ্যে আনে তৎকালীন শ্রীলঙ্কা সরকার। দেহটির সঙ্গে ছিল একটি ‘০০১’ লেখা একটি লকেট, দু’টি পিস্তল, একটি টেলিস্কোপ লাগানো টি৫৬ রাইফেল, একটি স্যাটেলাইট ফোন এবং বেশ কিছু ওষুধ। নতুন করে প্রভাকরণের বেঁচে থাকার দাবি ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন: ‘BJP টাকা দিতে এলে নিজেদের দর বাড়ান’, ত্রিপুরায় ভোটারদের পরামর্শ অভিষেকের]
পি নেদুমারান জানিয়েছেন, প্রভাকরণের অনুমতিতেই তিনি এই খবর প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, “এলটিটিই প্রধান প্রভাকরণ বেঁচে আছেন এবং খুব শিগগির প্রকাশ্যে আসবেন। আনন্দের সঙ্গে এই তথ্য জানাতে চাই গোটা বিশ্বকে। তিনি তামিল ইল্লামের আগামী পরিকল্পনার কথাও জানাবেন। তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, “শ্রীলঙ্কায় রাজপক্ষ সরকারের পতন হয়েছে। ফলে প্রভাকরণের প্রকাশ্যে আসার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।”
[আরও পড়ুন: কাশ্মীরের আসন পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে কেন্দ্র]
উল্লেখ্য, শ্রীলঙ্কা সরকার প্রভাকরণের মৃত্যুর কথা ঘোষণা করলেও, এলটিটিই গোষ্ঠী নেতার মৃত্যুতে মান্যতা দিলেও অনেকেই জঙ্গি নেতার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমের একাংশ দাবি ছিল, ওই দিনের যুদ্ধে কোনওভাবে বেঁচে গিয়েছিলেন প্রভাকরণ। নতুন করে ওয়ার্ল্ড কনফেডারেশন অব টামিলস-এর সভাপতির দাবির পর কটাক্ষ করেছেন তামিলনাড়ুর কংগ্রেস প্রধান কেএস আলাগিরি। তিনি বলেন, “যদি পি নেদুমারান প্রভাকরণকে দেখাতে পারেন, তবে তার সঙ্গে দেখা করতে যাব।”