সুমন করাতি, হুগলি: টেস্টে ফেল। অন্যের অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। হুগলির উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
ওই ছাত্রটি উত্তরপাড়ার অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠে পড়ে। দশম শ্রেণির পরীক্ষায় টেস্টে পাশ করতে পারেনি সে। তাই তাকে দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড। নিয়মিত স্কুলেও যেত না পড়ুয়া। অথচ শুক্রবার ভদ্রকালী হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে চলে আসে সে। অ্যাডমিট কার্ড পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখায়। তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। ফলে অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের। এর পর স্কুল কর্তৃপক্ষ অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়।
[আরও পড়ুন: মাধ্যমিকের প্রথম দিনেই ‘প্রশ্নফাঁস’! পরীক্ষা শুরুর পরই সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি]
ভদ্রকালী হাইস্কুলে এসে অমরেন্দ্র বিদ্যাপীঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় ওই ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন। তিনি বুঝতে পারেন ওই অ্যাডমিট কার্ডটি নকল। ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, “ওই ছাত্রে স্কুলে উপস্থিতি অনিয়মিত। অ্যাডমিট কার্ডটি আসল নয়। স্বাভাবিকভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা নয়। পরীক্ষা দিতে দেওয়া হয়নি।”
হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানান, ওই ছাত্র টেস্টে পাশ করেনি। তাই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এই বিষয় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, স্কুল কর্তৃপক্ষ থেকে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ করা হলে নিশ্চয়ই তা খতিয়ে দেখা হবে।