shono
Advertisement

বাংলাদেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গও

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬।
Posted: 09:38 AM Dec 02, 2023Updated: 10:16 AM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ভূমিকম্প। আর তার প্রভাবে কম্পন টের পাওয়া গেল  কলকাতা-সহ উত্তরবঙ্গে। উত্তর ২৪ পরগনার বসিরহাট, হিঙ্গলগঞ্জেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে।  জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে খবর, সকাল ৯টা ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে বাংলাদেশে। গভীরতা মাটি থেকে ৫৫ কিলোমিটার নিচে। ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানান আবহাওয়া অফিসের কর্তা রবিউল হক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালি, কুষ্টিয়ায় কম্পন অনুভূত হয়। 

তার আগে সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখেও ভূমিকম্প অনুভূত হয়। গভীরতা মাটি থেকে ১০ কিলোমিতার নিচে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪।

ভূমিকম্প অনুভূত হয় কলকাতায়। কেঁপে ওঠে উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গাও। বিশেষত ডুয়ার্সে তুলনামূলক বেশি কম্পন অনুভূত হয়। এছাড়া বসিরহাট, হিঙ্গলগঞ্জেও মৃদু কম্পন অনুভূত হয়।  তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। হতাহতের খবরও পাওয়া যায়নি। 

[আরও পড়ুন: স্ত্রীর নগ্ন ছবি স্বামীকে পাঠিয়ে টাকা আদায়ের ছক! ফিল্মি কায়দায় যুবককে ধরল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার