shono
Advertisement

Breaking News

মহারাষ্ট্রে ‘মহাভারত’! ভোটের ময়দানে লড়বেন পওয়ার পরিবারের ননদ-বউদি?

রাজনৈতিক নাটকে 'জমজমাট' মহারাষ্ট্র।
Posted: 05:55 PM Feb 17, 2024Updated: 05:55 PM Feb 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে এবার হতে পারে ননদ-বউদির লড়াই। এনসিপির বিভাজনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। শরদ পওয়ার ও অজিত পওয়ারের দ্বন্দ্বের মধ্যেই শোনা যাচ্ছে বারামতীতে নির্বাচনি লড়াইয়ে নামতে পারেন পরিবারের দুই নারী। একজন অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা। অন্যজন সুপ্রিয়া সুলে- শরদ পওয়ারের কন্যা।

Advertisement

প্রসঙ্গত, বারামতী বরাবরই শরদ পওয়ারের পরিবারের শক্ত ঘাঁটি। ২০০৯ সাল থেকে টানা তিনবার এখানে জয়ী হয়েছেন সুপ্রিয়া। কিন্তু তিনবারের সাংসদের সামনে এবার চ্যালেঞ্জ ছুড়ে দেবেন কি অজিত-জায়া? তুঙ্গে জল্পনা। কিন্তু কেন শুরু হল এমন জল্পনা? আসলে সম্প্রতি অজিত পওয়ার বরামতীর ভোটারদের উদ্দেশে আর্জি জানান এক নতুন প্রার্থীকে নির্বাচিত করার। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, এই প্রার্থীকে সমর্থন করবেন অভিজ্ঞ রাজনীতিকরা। এদিকে সুনেত্রা ওই অঞ্চলে ভোটপ্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। ফলে ‘দুইয়ে দুইয়ে চার’ করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: তিনদিন পর হাসপাতাল থেকে ছুটি সুকান্তর, জাতীয় অধিবেশনে যোগ দিতে দিল্লিতে দিলীপ-শমীক]

এখানে বলে রাখা ভালো, সুনেত্রা কেবলমাত্র অজিতের স্ত্রী হিসেবেই রাজনৈতিক পরিবারের সদস্য নন। পৈতৃক দিক থেকেও তিনি রাজনৈতিক পরিবারের মেয়ে। তাঁর ভাই পদ্ম সিং পাটিল প্রাক্তন মন্ত্রী। এখন দেখার, শেষপর্যন্ত সত্যিই মহারাষ্ট্রে এই লড়াই হয় কিনা। বা হলে সেই লড়াইকে ঘিরে এনসিপির ছবিটা কেমন হয়। আপাতত সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন: চলন্ত বাস থেকে পয়সার বৃষ্টি হাওড়ায়! কাড়াকাড়ি পথচলতি মানুষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement