সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী মহারাষ্ট্রে এবার সরকারিভাবে গরুর কপালে জুটে গেল মায়ের তকমা। মহারাষ্ট্রে এনডিএ সরকারের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে রাজ্যের 'রাজ্যমাতা' হিসেবে বিবেচিত হবে গরু। তবে এই সম্মান শুধুমাত্র প্রযোজ্য হবে দেশি গরুর ক্ষেত্রে। বলার অপেক্ষা রাখে না দেশে প্রথমবার এমন পদক্ষেপ নিল কোনও রাজ্য।
সোমবার মহারাষ্ট্র সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভারতীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হল দেশি গরু। বহু যুগ ধরে এই গরু অধ্যাত্মিকতা তো বটেই আর্থ-সামাজিক ও আয়ুর্বেদে উল্লেখযোগ্য অবদান রেখে এসেছে। গরুর উপকারিতা তুলে ধরে আরও বলা হয়েছে, মানুষের খাদ্যে দেশি গরুর দুধ, আয়ুর্বেদ চিকিৎসায় গোবর ও গোমূত্র অবসান উল্লেখযোগ্য। সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই গরুকে 'রাজ্যমাতা'র মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। যদিও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিন্ডে সরকারের এই ঘোষণাকে পুরোপুরি রাজনৈতিক চাল হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।
হিন্দু ভাবাবেগে চিরকালই আলাদাই মর্যাদা পেয়ে এসেছে গরু। সেই ভাবাবেগ থেকেই দেশের নানা প্রান্তে ধর্মীয় হিংসা ও বিদ্বেষের ছবিটাও অচেনা নয়। ভারতের মতো দেশে ভোটের বাজারেও গো-আবেগ কাজ করে ম্যাজিকের মতো। চলতি বছরেই মহারাষ্ট্রে রয়েছে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের পর মহারাষ্ট্রে এনডিএ জোটের হাল খুব একটা ভালো নয়। শিবসেনা ও এনসিপি ভেঙে শিন্ডে ও অজিতরা এনডিএতে যোগ দিলেও লোকসভায় খুব খারাপ ফল করেছে। বিধানসভা নির্বাচনে ঘটি উলটে যেতে পারে আশঙ্কা করেই হিন্দুভোটারদের মন পেতে এই পদক্ষেপ।
উল্লেখ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো গোবলয়ে গরু নিয়ে বিজেপির ব্যাপক মাতামাতি রয়েছে ঠিকই। তবে সেখানেও গোয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল গরু। সরকারি ক্ষেত্রে এমন আভিজাত্য কখনও তাদের কপালে জোটেনি। এদিকে মহারাষ্ট্রের মতো রাজ্যের রাজনীতিতে গরু নিয়ে সেভাবে মাতামাতি না থাকলেও এই ঘোষণা প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজনৈতিক মহলের দাবি, ইন্ডিয়া জোটের কাছে ধাক্কা খাওয়ার পর ক্ষমতা ধরে রাখতে শিন্ডে কতখানি বেপরোয়া হয়ে উঠেছেন এই ঘটনা সেটাই প্রমাণ করে।