shono
Advertisement
Sachin Tendulkar

কর্মক্ষেত্র শিবাজি পার্কে বসবে রমাকান্ত আচরেকরের মূর্তি, সরকারের সিদ্ধান্তের প্রশংসা শচীনের

শচীনের ক্রিকেটের হাতেখড়ি শিবাজি পার্কে রমাকান্ত আচরেকরের হাত ধরেই।
Published By: Arpan DasPosted: 05:55 PM Aug 29, 2024Updated: 05:58 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরেই ক্রিকেটের যাত্রা শুরু শচীন তেণ্ডুলকরের। শিবাজী পার্কের মাঠ থেকে ভারতীয় দলের জার্সিতে কিংবদন্তি হয়ে ওঠা। শচীনের সফরের সূত্রপাত রমাকান্ত আচরেকরের কোচিংয়ে। ২০১৯-এ প্রয়াত হন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ। এবার তাঁর কর্মস্থল শিবাজি পার্কে আচরেকরের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করলেন শচীনও।

Advertisement

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীনের শৈশবের চারণভূমি শিবাজি পার্ক। তাঁর সফরের গল্প জনপ্রিয় ক্রিকেটভক্তদের মধ্যে। ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের কাছে সেই যাত্রার শুরু। শচীন সব সময়ই কৃতজ্ঞতা স্বীকার করেন তাঁর জীবনে 'গুরু'র অবদানের জন্য। শুধু 'মাস্টার ব্লাস্টার' নন, আরও অসংখ্য ক্রিকেটার উঠে এসেছেন আচরেকরের কোচিংয়ে। তাঁর অবদানকে স্বীকৃতি জানানোর জন্য আচরেকরের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। তাঁর কর্মস্থল শিবাজি পার্কেই বসবে সেই মূর্তি।

[আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ টেস্ট ম্যাচ পাকিস্তানের, দলে নেই তারকা পেসার]

সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন শচীনও। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আমার জীবন ও আরও অনেকের কেরিয়ারে আচরেকর স্যরের প্রচুর অবদান রয়েছে। তাঁর সব ছাত্রদের তরফ থেকে আমি কথা বলছি। তাঁর জীবন শিবাজি পার্কেই ক্রিকেট শিখিয়ে কেটেছে। সেই শিবাজি পার্কে তিনি চিরকাল থাকতে পারবেন, এটাই তিনি চেয়েছিলেন। আচরেকর স্যরের কর্মভূমিতে তাঁর মূর্তি বসানোর সিদ্ধান্তে আমি খুব খুশি।"

[আরও পড়ুন: বিরাট-রোহিতদের উলটো সুর, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে সমর্থন করলেন অশ্বিন]

জানা যাচ্ছে, শিবাজি পার্কের ৫ নম্বর গেটের সামনে মূর্তি বসবে। মূর্তিটির উচ্চতা হবে ৬ ফুট। এটির পরিচর্যা করবে ভি কামাথ মেমোরিয়াল ক্রিকেট ক্লাব। ২০১৯ সালে ৮৭ বছর বয়সে প্রয়াত হন আচরেকর। শচীন ছাড়াও তাঁর হাত ধরে উঠে এসেছেন একনাথ সোলকার, লালচাঁদ রাজপুত, চন্দ্রকান্ত পণ্ডিত, বিনোদ কাম্বলি, অজিত আগরকর, সাইরাজ বাহুতুলের মতো বিখ্যাত তারকারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর হাত ধরেই ক্রিকেটের যাত্রা শুরু শচীন তেণ্ডুলকরের।
  • শিবাজি পার্কের মাঠ থেকে ভারতীয় দলের জার্সিতে কিংবদন্তি হয়ে ওঠা।
  • শচীনের সফরের সূত্রপাত রমাকান্ত আচরেকরের কোচিংয়ে।
Advertisement