shono
Advertisement

Breaking News

Mahatma Gandhi

গান্ধী জয়ন্তীর আগে যোগীরাজ্যে গান্ধীমূর্তি ভাঙচুর, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

প্রতি বছর গান্ধী জয়ন্তীর দিন এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করত ওই মূর্তিতে।
Published By: Kishore GhoshPosted: 09:02 PM Sep 17, 2024Updated: 09:04 PM Sep 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের সুলতানপুরে গান্ধী মূর্তিতে হামলা চালাল একদল দুষ্কৃতী। অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি গভীর রাতে মূর্তিটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুলতানপুরে ছেদাওয়াড়ি গ্রামে ওই মূর্তিটি রয়েছে লখনউ-বালিয়া হাইওয়ের ধারে। ১৯৯৬ সালে স্থানীয়দের উদ্যোগে মূর্তিটি প্রতিষ্টা করা হয়েছিল। সোমবার রাতে মূর্তিটিতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। মোতিগড়পুর থানার পুলিশকর্তা তরুণ কুমার প্যাটেল বলেন, "আমরা খুব শিগগির ভাঙচুর যারা চালিয়েছে তাদের গ্রেপ্তার করব। প্রশাসনিক নির্দেশ মতো মূর্তি মেরামতের কাজ শুরু হয়ে যাবে।"

এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি বছর গান্ধী জয়ন্তীর দিন এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করতে ওই মূর্তিতে। মূর্তির চারপাশে সৌন্দর্যায়নের কাজও শুরু হওয়ার কথা ছিল, তার আগেই দুষ্কৃতীরা মূর্তিতে হামলা চালানোয় মন খারাপ গ্রামবাসীদের। গান্ধীমূর্তির দেখভালের দায়িত্ব ছিল অমরজিৎ সিং নামের ব্যক্তির উপর। তিনি জানান, চাঁদা তুলে প্রয়োজন মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হত। ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা। গান্ধী জয়ন্তীর ঠিক আগে এমন ঘটনা মেনে নিতে পারছি না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লতানপুরে ছেদাওয়াড়ি গ্রামে ওই মূর্তিটি রয়েছে লখনউ-বালিয়া হাইওয়ের ধারে। ১৯৯৬ সালে স্থানীয়দের উদ্যোগে মূর্তিটি প্রতিষ্টা করা হয়েছিল।
  • ১৯৯৬ সালে স্থানীয়দের উদ্যোগে মূর্তিটি প্রতিষ্টা করা হয়েছিল।
Advertisement