সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা দায়ের করলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। অবশ্য এই তালিকায় শুধু মিহির দিবাকরই নন, টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের আর এক পূর্বপরিচিত সৌম্য বিশ্বাসের নামও রয়েছে। আর তাই এবার এবার আদালতের দ্বারস্থ হলেন এমএস ধোনি (MS Dhoni)। রাঁচির আদালতে এই মামলা দায়ের করেছেন ক্যাপ্টেন কুল।
কিন্তু কেন শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন ধোনি? শোনা যাচ্ছে ২০১৭ সালে এমএস ধোনির নামে একটি গ্লোবাল ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নিয়েছিলেন অভিযুক্ত মিহির দিবাকর। দেশে ও বিদেশে কয়েকটা জায়গায় অ্যাকাডেমির জন্য জমি দেখা হলেও, শেষ পর্যন্ত কাজ এতটুকুও এগোয়নি। চুক্তি অনুসারে ধোনিকে লভ্যাংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। কিন্তু মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাস সেই শর্ত পূরণ করতে পারেননি। তাই শেষ পর্যন্ত ব্যাপারটা আদালতে গড়াল।
[আরও পড়ুন: শচীনের থেকেও কম বয়সে রনজি অভিষেক! নজির গড়ল ১২ বছরের বৈভব]
চুক্তি অনুসারে যা নিয়মনীতি ছিল তা মানা হয়নি। সেইজন্য অর্ক স্পোর্টসের তরফ থেকে ধোনিকে চিঠি পাঠানো হলে তিনি সেই চিঠি প্রত্যাখ্যান করেন ধোনি। এবং আইনি চিঠি পাঠানো হলেও লাভ কিছুই হয়নি। এদিকে ধোনির আইনজীবী দয়ানন্দ সিং এদিন আদালতে জানান, “অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের তরফ থেকে আমরা প্রতারিত হয়েছি। এবং ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকার বেশি।”
এর পরেও অবশ্য অর্ক স্পোর্টসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন ধোনি। কিন্তু চুক্তির ক্ষেত্রে বনিবনা না হওয়ার জন্য সরে আসেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ। আর তাই এত বড় পদক্ষেপ নিলেন তিনি।