shono
Advertisement

‘আপত্তিকর, লজ্জাজনক প্রশ্নের রেকর্ড আছে’, ফের এথিক্স কমিটির প্রধানকে হুঁশিয়ারি মহুয়ার

মহুয়ার ভাগ্য নির্ধারণের দিনক্ষণও ঠিক করে ফেলল এথিক্স কমিটি।
Posted: 04:49 PM Nov 05, 2023Updated: 04:49 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এথিক্স কমিটির প্রধান বিনোদ সোনকারকে নিশানা করলেন মহুয়া মৈত্র। সোশাল মিডিয়া সাইটে বিজেপির (BJP) উদ্দেশে সতর্কবাণী দিয়ে তৃণমূল সাংসদ বলে দিলেন, সেদিন এথিক্স কমিটির বৈঠকে যা যা হয়েছে সবই কিন্তু নথিভুক্ত আছে। এথিক্স কমিটির চেয়ারম্যান কীভাবে লজ্জাজনক, ব্যক্তিগত প্রশ্ন করেছেন, সেগুলোও নথিভুক্ত।

Advertisement

বস্তুত গত ২ নভেম্বর টাকার বদলে প্রশ্ন বিতর্কে সংসদের (Parliament) এথিক্স কমিটিতে হাজিরা দেন মহুয়া। সেদিনের বৈঠকে তাঁকে অশালীন, অনৈতিক এবং ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গে সুর মিলিয়ে সরব হন অন্য বিরোধী সাংসদরাও। তাঁরাও সমস্বরে অভিযোগ করেন, এথিক্স কমিটিতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। যার পালটা আবার অভিযোগ আসে বিজেপির তরফ থেকে। বিজেপি দাবি করে, মহুয়া-সহ বিরোধী সাংসদরা এথিক্স কমিটির গোপনীয়তা ভঙ্গ করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ।

[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]

সেই ঘটনার পর তিনদিন কেটেছে। মহুয়ার (Mahua Moitra) দাবি, বিজেপি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ছক কষছে। সেই নিয়েই তিনি সরব হলেন। সোশাল মিডিয়ায় কৃষ্ণনগরের সাংসদ লিখলেন,”শুনেছি বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলার ছক কষছে। তবে একই সঙ্গে জেনে রাখুন ইডি-সিবিআইয়ের এখন উচিত আদানিদের বিরুদ্ধে ১৩০০০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত করা।” একই সঙ্গে তাঁর প্রচ্ছন্ন হুমকি, এথিক্স কমিটির চেয়ারম্যানের নিচু মানসিকতার প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, সেসবও নথিভুক্ত রয়েছে। আমার বিক্ষোভ, বিরোধীদের প্রতিবাদও নথিভুক্ত।”

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

মহুয়া যেদিন তোপ দাগলেন সেদিনই আবার এথিক্স কমিটির পরবর্তী বৈঠকের দিক ঠিক হয়ে গেল। আগামী ৭ নভেম্বর ফের এথিক্স কমিটির বৈঠক বসছে। সেদিনই ঠিক হতে পারে মহুয়ার ভাগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement