সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন বিতর্কে তাঁর সাংসদ পদ বাতিল হয়েছে। শুধু তাই নয়, লোকসভার এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে ‘সময় বেঁধে’ তদন্তের সুপারিশও করেছে। প্রশ্ন হল, এর পর কী করবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)? কোনও আইনি রাস্তা কি খোলা থাকছে তাঁর সামনে?
দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ হারানোর পরও মহুয়া মৈত্র বারবার দাবি করে আসছেন, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে কোনওরকম আর্থিক লেনদেনের প্রমাণ নেই। এমনকী, সংসদের লগ ইন আইডি দেওয়া নিয়ে যে এত হল্লা করা হচ্ছে, নিয়ম অনুযায়ী সেটাও বেআইনি নয়। মহুয়ার দাবি, এথিক্স কমিটি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। শুধু দুজন নাগরিকের বয়ানের ভিত্তিতে তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এমনকী সংসদেও তাঁকে বলতে দেওয়া হয়নি।
[আরও পড়ুন: বঙ্গে দুর্দান্ত ব্যাটিং শীতের, সোয়েটার-কম্বল তৈরি তো?]
প্রশ্ন হল, এই অভিযোগগুলি নিয়ে কি কোনও আইনি পদক্ষেপ করতে পারেন তিনি? বিশেষজ্ঞরা মনে করেছেন, মহুয়া চাইলে আইনি পদক্ষেপের রাস্তা খোলা আছে। লোকসভার প্রাক্তন সচিব পিডিটি আচারি জানাচ্ছেন, মহুয়া এথিক্স কমিটির তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এটা এথিক্স কমিটির বিষয় ছিল না। প্রিভিলেজ কমিটির বিষয় ছিল। তৃণমূল সাংসদের সামনে হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার রাস্তাও খোলা। ন্যায় বিচারের অধিকার এবং উপযুক্ত শুনানির দাবিতে মামলা করতে পারেন তিনি। তাছাড়া এথিক্স কমিটির অধিকারকেও চ্যালেঞ্জ করা যেতে পারে। উল্লেখ্য, তৃণমূল বরাবর বলে আসছে কোনও সাংসদের পদ খারিজ করার অধিকার এথিক্স কমিটির নেই। সেটা করতে পারে একমাত্র প্রিভিলেজ কমিটি।
[আরও পড়ুন: ভিলেন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! আলু চাষে ক্ষতিপূরণের দাবিতে রাজ্যকে চিঠি শুভেন্দুর]
তাছাড়া কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। মহুয়া সেই ভোটে লড়তে পারবেন। নিয়ম অনুযায়ী, কোনও সাংসদের পদ বাতিল হলেই তিনি ভোটে লড়ার অধিকার হারান না। শুধুমাত্র ফৌজদারি মামলায় দু বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হলেই সাংসদ পদ খোয়ানোর পাশাপাশি ৬ বছরের জন্য ভোটে লড়া থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্থাৎ মহুয়ার ভোটে লড়তে কোনও বাধা নেই।