shono
Advertisement

Breaking News

রাতারাতি চুরি গেল জলজ্যান্ত ব্রিজ! চোরের কীর্তিতে হতবাক পুলিশ

৭৫ ফুট ব্রিজের ছাপ্পান্ন ফুট রাতারাতি উধাও! ব্যপারটা কী? The post রাতারাতি চুরি গেল জলজ্যান্ত ব্রিজ! চোরের কীর্তিতে হতবাক পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:29 PM Jun 06, 2019Updated: 02:50 PM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি জলজ্যান্ত ব্রিজের একটা দীর্ঘ অংশ উধাও৷ ঠিক যেন–ছিল রুমাল, হয়ে বেড়াল৷ কিছুক্ষণ আগেও রাশিয়ার উম্বা নদীর উপর এপার-ওপার করার জন্য লোহার সেতুটা দাঁড়িয়ে ছিল৷ পরদিন ভোরে দেখা গেল, মাঝের একটা লম্বা অংশ স্রেফ খাঁ খাঁ করছে৷ নদীর প্রস্থ যতটা, প্রায় সেই অংশটুকুই উধাও৷ এমন একটা ঘটনায় যে যতই রহস্যের গন্ধ পাক না কেন, পুলিশ বলছে, এটা চুরি ছাড়া কিছুই নয়৷

Advertisement

[ আরও পড়ুন: বেডরুমে কুণ্ডলী পাকিয়ে আস্ত সাপ, ছোবল খেয়েও দমলেন না যুবক!]

রাশিয়ার মেরু অঞ্চল মুরমানস্ক৷ সেখানে উম্বা নদী৷ হাড়হিম করা ঘন নীল জল বয়ে চলেছে৷ যাতায়াতের সুবিধার জন্য নদীর দুপাশে পিলার দিয়ে তৈরি হয়েছে একটি লোহার সেতু৷ কমবেশি ৭৫ ফুট হবে তার দৈর্ঘ্য৷ মে মাসের গোড়ার দিকে একদিন হঠাৎ দেখা গেল, সেতুর মঝে প্রায় ৫৬ ফুট অংশ স্রেফ ‘নেই’ হয়ে গিয়েছে৷ নিচে নদীর দিকে তাকিয়ে দেখা যায়, নদীর জলে ভাসছে ব্রিজের লোহার টুকরো৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সেতুটি কোনও কারণে মাঝখান থেকে ভেঙে পড়েছে৷ যদিও তা নিয়েও সংশয় ছিল তদন্তকারীদের৷ শুধু মাঝের এতটা অংশই ভাঙল কী করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন দিশেহারা গোয়েন্দারা, তখনই আবার পরিস্থিতি পালটে গেল৷

পরেরদিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, লোহার টুকরোগুলো নদীর জলে আর নেই৷ নদী একেবারে স্বচ্ছ, টলটলে৷ অর্থাৎ কেউ বা কারা সেসব পরিষ্কার করে নিয়ে গিয়েছে৷ যদি তাই হয়, তবে সেসব টুকরোগুলো জমা পড়ার কথা পুলিশের দপ্তরেই৷ কিন্তু তা পড়েনি৷ তাহলে কি কেউ রাতের অন্ধকারে লোহার টুকরোগুলো সরিয়ে নিল? এই উত্তরের যুক্তি বরং অনেক জোরালো বলে মনে করছেন তদন্তকারীরা৷ আর তা থেকেই তাঁদের ধারণা আরও জোরদার হচ্ছে, ঘটনায় কোনও রহস্যই নেই৷ ওটা স্রেফ চুরি হয়েছে৷ কিরোভস্ক পুলিশের সোশ্যাল মিডিয়ার তরফে একটি পোস্ট করে বলা হয়েছে, ‘ব্রিজের অংশটা অজ্ঞাতপরিচয় কেউ বা কারা নিয়ে গিয়েছে৷ কোথাও কোনও অংশের টুকরো পর্যন্ত দেখা যাচ্ছে না৷ দুর্ঘটনার ফলে এমনটা হয় না৷’ তাহলে কি লোহাচোরেদেরই কাজ এটা? তদন্তের অন্তিম রিপোর্টে তা নিশ্চই জানা যাবে৷ তবে তার আগে ব্রিজটা ভেঙে যাওয়ায় মানুষজন বড়ই সমস্যায় পড়েছেন৷

[ আরও পড়ুন: সাইকেলে চাপার শখ! আরোহীকে নাকানিচোবানি খাওয়াল হনুমান, দেখুন ভিডিও]

The post রাতারাতি চুরি গেল জলজ্যান্ত ব্রিজ! চোরের কীর্তিতে হতবাক পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার