shono
Advertisement

আমাকে ব্যঙ্গ করুন কিন্তু আমার কথার জবাব দিন: রাহুল

তাঁর প্রশ্নের জবাব দিতে না পেরে তাঁকে ব্যঙ্গ করছেন মোদিজি, তোপ রাহুলের। The post আমাকে ব্যঙ্গ করুন কিন্তু আমার কথার জবাব দিন: রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:46 PM Dec 22, 2016Updated: 05:20 PM Dec 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা জারি রেখেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ‘জন আক্রোশ’ ব়্যালিতে বক্তব্য রাখতে গিয়ে মোদি বিরোধিতায় সোচ্চার হন তিনি। বলেন, “আমাকে ব্যঙ্গ করুন। কিন্তু আমার কথার জবাব দিন।”

Advertisement

এর পাশাপাশি, রাহুল বলেন, “কৃষকরা শ্রমিকরা কোন কার্ড ব্যবহার করে প্রয়োজনের সামগ্রী কেনেন? এটা আমার প্রশ্ন নয় মোদিজি। এই প্রশ্নগুলি দেশের মানুষের। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিলে মানুষ সমর্থন করবে।” প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুলের আরও দাবি, নোট বাতিলের সিদ্ধান্ত সব থেকে বড় কেলেঙ্কারি। ৯৪% কালো টাকায় জমি, সোনা কেনা হয়ে গিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে নয়, মোদির নোট বাতিলের সিদ্ধান্ত আসলে গরিব বিরোধী। কালো নোটে সার্জিক্যাল স্ট্রাইক নয়, আসলে এটি গরিব মানুষের উপর বোমাবাজি।

এদিন কংগ্রেস সহ-সভাপতি বলেন, “দেশের ৫০ ধনী পরিবারের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারছে না প্রশাসন। এই ৫০ পরিবার আট হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে রয়েছে। অথচ এঁদের থেকে টাকা ফেরানোর কোনও পদক্ষেপ সরকার নিচ্ছে না। কিন্তু ঋণ শোধ করতে না পারলে দরিদ্র কৃষকদের হেনস্তা করা হচ্ছে।”

তাঁর প্রশ্নের জবাব দিতে না পেরে তাঁকে ব্যঙ্গ করছেন মোদিজি, তোপ রাহুলের। প্রধানমন্ত্রীকে দুর্নীতিতে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। মোদিকে রাহুলের প্রশ্ন, তিনি কোনও দুর্নীতিতে জড়াননি কখনও?

রাহুলের দাবি, সাধারণ মানুষকে শোষণ এবং ধনীদের তোষণ চলছে দেশে। ধনীরা লক্ষ্য কোটি টাকা শোধ না করলেও তাঁদের ঋণ মুকুব করা হচ্ছে। কারণ তাঁরা নরেন্দ্র মোদিকে তৈরি করেছেন।

সাধারণ মানুষের সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, “কালো টাকা তাঁদের কাছে নেই, যাঁরা জনসভায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। কালো টাকা তাঁদের কাছে আছে, যাঁরা মোদিজির সঙ্গে প্লেনে করে ঘুরতে যান।”

The post আমাকে ব্যঙ্গ করুন কিন্তু আমার কথার জবাব দিন: রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement