কল্যাণ চন্দ্র, বহরমপুর: চোখের বদলে চোখ! খুনের বদলে খুন! গ্রেপ্তারির বদলা নিতে প্রকাশ্য রাস্তায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার বহরমপুরের রিং রোড থেকে দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন সকালে বহরমপুরের রিং রোডে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, রাহুল রায় (২৭) নামে ওই যুবককে কুপিয়ে খুন করা হয়। খুনের বদলা নিতেই খুন, বলে মনে করা হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরের ঘোষ পাড়ার শ্যামবাবু রায় নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে ওই যুবককে খুন করার ঘটনায় দুজনকে গ্ৰেপ্তার করে পুলিশ। সেই ঘটনার জেরে পালটা খুন হল বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: বেআইনি নির্মাণ! গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]
সোমবার মোটর বাইক নিয়ে দুধ নিয়ে যাওয়ার পথে রাহুলের বাইক আটকে ৬-৭ জন দুষ্কৃতী হাঁসুয়া নিয়ে গলায়, হাতে কুপিয়ে দেয়। বহরমপুর থানার রিং রোডের ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তবে পুরনো খুনের ঘটনার সঙ্গে রাহুলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন নিহতের পরিবারের লোকজন।