shono
Advertisement

তালিবানি শাসনকে স্বীকৃতি! মালালার বাবার বেনজির আক্রমণের মুখে ইমরানের দল

'নয়া পাকিস্তান' স্লোগানেই তুললেন প্রশ্ন। The post তালিবানি শাসনকে স্বীকৃতি! মালালার বাবার বেনজির আক্রমণের মুখে ইমরানের দল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Oct 31, 2018Updated: 08:46 PM Oct 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানি শাসনকে স্বীকৃতি দিয়েছে পাক প্রশাসন৷ ঠিক এই ভাষাতেই পাকিস্তানের মসনদে ক্ষমতাসীন ইমরান খান সরকারের সমালোচনা করলেন নোবেল জয়ী মালাল ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই৷ টুইট করে সরাসরি প্রশ্ন তুললেন পাক প্রধানমন্ত্রী ইরমান খানের ‘নতুন পাকিস্তান’ গড়ার স্লোগানের উপরেই৷

Advertisement

[স্কুলে পড়ুয়াদের লাগাতার ধর্ষণ, ১০৫ বছরের কারাদণ্ড প্রিন্সিপালের]

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শাসনে রয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান বা পিটিআই৷ গত ২৯ অক্টোবর সেখানকার মেয়েদের স্কুলগুলির উপর একটি নির্দেশিকা জারি করেছে প্রদেশের এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট৷ নির্দেশিকায় বলা হয়, মেয়েদের স্কুলগুলিতে যেকোনও বয়সের পুরুষের প্রবেশাধিকার নিষিদ্ধ৷ স্কুলগুলিতে কোনও অনুষ্ঠান হলে, সেগুলিতে কেবলমাত্র মহিলাদেরই প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো যাবে৷ প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো যাবে প্রশাসনের মহিলা আধিকারিক, পাক পার্লামেন্ট বা প্রাদেশিক আইসভার মহিলা সদস্যদেরই৷ এমনকী, মেয়েদের স্কুলগুলির কোনও অনুষ্ঠান সংবাদমাধ্যমে সম্প্রচারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দেশিকার মাধ্যমে৷ নির্দেশিকাটি জারি করেছেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান৷

[জন্মসূত্রে আর নাও মিলতে পারে মার্কিন নাগরিকত্ব, নয়া পদক্ষেপ ট্রাম্পের]

এই নির্দেশিকারই বিরুদ্ধাচারণ করেন মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই৷ তালিবান শাসনের সঙ্গে তুলনা করেন এই নির্দেশিকাকে৷ তিনি মতে, ঠিক যেভাবে তালিবানরা মেয়েদের পড়াশোনাকে নিষিদ্ধ করেছিল, সেই পথেই হাঁটছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের শাসনে থাকা ইমরান খানের দল৷ মেয়েদের স্কুলে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করার সমালোচনা করেন তিনি৷ প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী ইমরানের ‘নয়া পাকিস্তান’ গড়ার স্বপ্নের বিষয়ে৷ এই ভাবে আদৌ নতুন পাকিস্তান গঠন সম্ভব কিনা তাও প্রশ্ন করেন তিনি৷ যদিও এই নির্দেশিকা জারির পিছনে নিজের মতো করে সাফাই দিয়েছে প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান৷ তাঁর যুক্তি, মেয়েদের পড়াশোনাকে নয়া দিশা দেখানোর উদ্দেশ্যেই এই নির্দেশিকা বলে জানান তিনি৷

The post তালিবানি শাসনকে স্বীকৃতি! মালালার বাবার বেনজির আক্রমণের মুখে ইমরানের দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement