shono
Advertisement

চোখে কালশিটে, কপালে ক্ষত, ছবি শেয়ার করে প্রেমিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দক্ষিণী অভিনেত্রীর!

ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?
Posted: 03:42 PM Mar 07, 2023Updated: 03:43 PM Mar 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ ফোলা। চোখের তলায় কালশিটে। রক্তাক্ত কপাল। সোশ্য়াল মিডিয়ায় এরকমই কিছু ছবি পোস্ট করে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনলেন মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী অনিকা বিক্রমন। আহত হওয়ার ছবি পোস্ট করেই ক্ষান্ত দেননি অভিনেত্রী। পুলিশের কাছে এফআইআর দায়েরও করেছেন তিনি।

Advertisement

সোশ্য়াল মিডিয়ায় পুরো ঘটনা নিয়ে কী লিখলেন অনিকা?

অনিকার কথায়, ‘‘আমি অনুপ পিল্লাই নামে এক ব্যক্তির প্রেমে পড়েছিলাম। এই অনুপ পিল্লাই আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করেছে। আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি এ এমন মানুষ হতে পারে। প্রথম বার মারধর করার পর আমার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। দ্বিতীয় বার আমাকে যখন মারধর করেছিল পুলিশে অভিযোগ জানাই। এত কিছুর পরও সে আমায় ভয় দেখাচ্ছে।’’

[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]

অভিনেত্রী আরও জানান, প্রতিনিয়ত হুমকি ফোন পাচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার ও আমার পরিবারের সম্মানহানির ক্রমাগত চেষ্টা করে চলেছে সেই ব্যক্তি। এ বার থেকে ওঁর অত্যাচারের ছবি পোস্ট করতে শুরু করলাম। যদিও সবটাই অতীত। এখন আগের তুলনায় অনেক ভাল আছি।’’

[আরও পড়ুন: ‘সিটাডেল’-এর ট্রেলারে দুরন্ত অ্যাকশন প্রিয়াঙ্কার, বিপরীতে হলিউডের হার্টথ্রব রিচার্ড ম্যাডেন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement