সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই ভারতীয়দের জন্য ‘ভিসা ফ্রি’ হয়েছে থাইল্যান্ড (Thailand)। এবার দেশের পর্যটন ব্যবসার জনপ্রিয়তা বাড়াতে একই পথে হাঁটল মালয়েশিয়া (Malaysia)। রবিবার রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, এবার থেকে ভিসা ছাড়াই তাঁর দেশে ঢুকতে পারবেন ভারতীয়রা। ১ ডিসেম্বর থেকে চালু হবে এই নিয়ম। কতদিন থাকবে, তা এখনও স্পষ্ট নয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র মালয়েশিয়া। দেশটির আর্থিক উপার্জন অনেকাংশেই নির্ভর করে পর্যটনশিল্পের উপরে। ওই উপার্জনের একটা বড় অংশের যোগানদাতা আবার ভারতীয় পর্যটকরা। পাশাপাশি চিনা পর্যটকদেরও ভিড় লেগে থাকে বছর-ভর। সেকথা মাথায় রেখেই ভারত এবং চিনের জন্য ‘ফিসা ফ্রি’ হল মালোয়েশিয়া। প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম জানিয়েছেন, ভিসা ছাড়া ভারতীয়েরা মালয়েশিয়ায় থাকতে পারবেন সর্বাধিক এক মাস। তার বেশি থাকতে হলে ভিসা প্রয়োজন হবে। চিনের নাগরিকরাও এক সুবিধা পাবেন। ১ ডিসেম্বর থেকে এই নিয়ম লাগু হবে।