shono
Advertisement

সাম্প্রদায়িক উসকানি, সাহায্যের হাত সরিয়ে জাকির নায়েকের সভা বন্ধ করল মালয়েশিয়া

বিতর্কিত জাকিরকে মালয়েশিয়া থেকে বহিষ্কার কি তবে সময়ের অপেক্ষা? তুঙ্গে জল্পনা৷ The post সাম্প্রদায়িক উসকানি, সাহায্যের হাত সরিয়ে জাকির নায়েকের সভা বন্ধ করল মালয়েশিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Aug 16, 2019Updated: 07:07 PM Aug 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাকে এতদিন আদর-যত্নে লালন-পালন করছিল, এবার সেই জাকির নায়েককে নিয়েই তিতিবিরক্ত মালয়েশিয়া৷ সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য পেশ করায় দিন কয়েক আগেই তাকে দেশ থেকে বহিষ্কার করার দাবি তুলেছিলেন মালয়েশিয়ার মানব-সম্পদ মন্ত্রী৷ এবার সরাসরি বিতর্কিত এই ইসলাম ধর্মপ্রচারকের সভা বন্ধ করল মালয়েশিয়া পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: লন্ডনের ভারতীয় দূতাবাসে চড়াও পাক সমর্থকরা, গ্রেপ্তার ৪]

জানা গিয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে জাকির ইস্যুতে সরকারের এই সিদ্ধান্ত জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ওয়াসিন৷ তিনি বলেন, ‘‘মালয়েশিয়াবাসীর কথা ভেবে এমন সাম্প্রদায়িক মন্তব্য কখনই বরদাস্ত করা হবে না৷ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার৷ প্রত্যেককে আমি একটা কথা মনে করাতে চাই, আমার দপ্তরের অধীনস্থ সংস্থাগুলি দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বতোভাবে কাজ করবে৷ এবং যে কোনও মূল্যে তা রক্ষা করবে৷ যাঁরা দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধেও চরম ব্যবস্থা নেওয়া হবে৷’’ এরপরই জাকিরকে প্রকাশ্যে বক্তব্যে পেশ করতে বাধা দেয় মালয়েশীয় পুলিশ৷ বন্ধ করে দেওয়া হয় তার একটি সভা৷

[ আরও পড়ুন: ‘মাত্র ১০ মিনিট লাগবে’, হংকংয়ের গণতন্ত্রকামীদের হুমকি লাল ফৌজের ]

প্রসঙ্গত, মালয়েশিয়ার কোটাবারুতে একটি সভায় ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুদের তুলনা টানে সন্ত্রাসবাদে মদত দেওয়ার মামলায় অভিযুক্ত ওই ধর্মপ্রচারক। তাঁর বক্তব্য ছিল, ‘‘ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা দ্বিগুণ সুযোগ-সুবিধা পায়। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশি অনুগত এখানের হিন্দুরা।’’ তার এই মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে৷ সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে সরব হন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান৷ তিনি সাফ জানান, “মালেশিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ থাকেন। তাদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে জাকির নায়েক। আর্থিক কেলেঙ্কারী ও জঙ্গি সংগঠনগুলিকে মদতের অভিযোগে ভারত থেকে পালিয়েছে সে৷ মালয়েশিয়ায় আত্মগোপন করে রয়েছে৷ এবার ওঁকে ভারতের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।’’

[ আরও পড়ুন: লন্ডনের ভারতীয় দূতাবাসে চড়াও পাক সমর্থকরা, গ্রেপ্তার ৪]

সূত্রের খবর, জাকিরের বিতর্কিত মন্তব্যের বিষয়টি তিনিই মন্ত্রিসভার বৈঠকে তোলেন৷ এবং তাঁর কথা মতোই জাকিরের মুখ বন্ধ করার ব্যবস্থা করল মালয়েশীয় সরকার৷

The post সাম্প্রদায়িক উসকানি, সাহায্যের হাত সরিয়ে জাকির নায়েকের সভা বন্ধ করল মালয়েশিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement