বাবুল হক, মালদহ: রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণায় ভুগছে মালদহ। একদিকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে হাঁটু জল দাঁড়িয়ে। শহরের একাধিক ওয়ার্ড জলের নিচে চলে গিয়েছে। তবে মজায় রয়েছেন মাছ ব্যবসায়ীরা। বাজারের জলে ঘুরে বেড়াচ্ছে মাছ। সেই মাছ ধরেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।
রাতভর বৃষ্টির জেরে হাবুডুবু অবস্থা মালদহ শহরের বেশ কিছু ওয়ার্ড। শহরের ইংরেজ বাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। জলমগ্ন শহরের বেশ কিছু হাই স্কুল এবং মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালও। বিশেষ করে ইংরেজবাজার পুরসভার ৩, ৪, ১০, ১১, ১২, ২৪, ২৫, ২৯ -সহ প্রায় সমস্ত ওয়ার্ডই জলমগ্ন। জলে ডুবেছে মালদহ জেলা হাই স্কুল এবং ঠাকুর অনুকূলচন্দ্র হাই স্কুল। তার পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
[আরও পড়ুন: নিউটাউনের ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, পর পর গাড়িতে ধাক্কা দ্রুতগামী চারচাকার]
এদিকে নেতাজি পুরবাজারে বৃষ্টির জমা জলে ঘুরছে মাছ। আর সেই মাছ মারছেন ব্যবসায়ীরা। এই ছবি ভাইরাল হয়েছে। এদিকে লাগাতর বৃষ্টির জেরে ধসে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আস্ত একটি পাকা ঘর। ধসে পড়ে ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হল সম্পূর্ণরূপে। বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার অমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর এলাকায়
পুরবাসীর জলযন্ত্রণা অব্যাহত। জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতিতেই ক্ষমতাতে আসে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নেতৃত্বে ইংরেজবাজার পুরসভায় তৃণমূল। পালটেছে শহর। আধুনিক হয়েছে পুরসভা। জলযন্ত্রণা থেকে পুরবাসীকে মুক্তি দিতে নেওয়াও হয়েছে নিকাশি ব্যবস্থার পরিকল্পনা। কিন্তু সবই জলে। অবৈজ্ঞানিক ও প্রমোটারির রাজত্বে সব পরিকল্পনায় বিশবাঁও জলে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।