shono
Advertisement
Maldives

মালদ্বীপে নিষিদ্ধ ইজরায়েলিরা! নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ নেতানিয়াহু প্রশাসনের

গাজায় ইজরায়েলি 'গণহত্যা'র প্রতিবাদেই এমন সিদ্ধান্ত মহম্মদ মুইজ্জুর প্রশাসনের।
Published By: Anwesha AdhikaryPosted: 11:38 AM Jun 03, 2024Updated: 12:12 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। গাজায় ইজরায়েলি সেনার 'গণহত্যা'র প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ মুইজ্জুর সরকার। তার পরেই নাগরিকদের অবিলম্বে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল। উল্লেখ্য, প্রতি বছর ইজরায়েলি পর্যটকরাও মালদ্বীপে ঘুরতে যান।

Advertisement

জানা গিয়েছে, রবিবার একটি বিশেষ বৈঠকে বসে মালদ্বীপ (Maldives) সরকারের ক্যাবিনেট। সেই বৈঠকেই ইজরায়েলি নাগরিকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আইন সংশোধন করার সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদ্বীপের আভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী আলি ইহুসান জানিয়ে দেন, ইজরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করা হয়েছে। রবিবার থেকেই মালদ্বীপে ইজরায়েলি নাগরিকদের প্রবেশ নিষেধ।

[আরও পড়ুন: স্বামীর পাশে নেই মেলানিয়া! দোষী সাব্যস্ত হওয়ার পর স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ইহুসান আরও জানান, ইজরায়েলি (Israel) সেনা যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর করতে আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখার জন্য তৈরি হবে বিশেষ কমিটিও। এই সিদ্ধান্ত জানার পরেই নিজের দেশের নাগরিকদের দ্রুত মালদ্বীপ ছাড়তে নির্দেশ দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রশাসন।

ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মালদ্বীপে থাকা নাগরিকদের জন্য। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে মালদ্বীপ ছেড়ে বেরিয়ে আসতে হবে ইজরায়েলিদের। কারণ মুইজ্জু সরকারের সিদ্ধান্তের পর মালদ্বীপে বিপদে পড়তে পারেন ইজরায়েলিরা। তাঁদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়বে সরকারের কাছে। নেতানিয়াহু প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, যেসমস্ত ইজরায়েলিদের কাছে অন্য কোনও দেশের নাগরিকত্ব রয়েছে তাঁরাও যেন মালদ্বীপে না যান। উল্লেখ্য, প্রতি বছর অন্তত ১৫ হাজার ইজরায়েলি বেড়াতে যান মালদ্বীপে।

[আরও পড়ুন: মারণ গরম থেকে অবশেষে মুক্তি, দিল্লিতে বৃষ্টির সুখবর শোনাল হাওয়া অফিস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদ্বীপের আভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী আলি ইহুসান জানিয়ে দেন, ইজরায়েলি নাগরিকদের নিষিদ্ধ করা হয়েছে।
  • ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর করতে আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখার জন্য তৈরি হবে বিশেষ কমিটিও।
  • উল্লেখ্য, প্রতি বছর অন্তত ১৫ হাজার ইজরায়েলি বেড়াতে যান মালদ্বীপে।
Advertisement