সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দয়া করে মালদ্বীপে (Maldives) আসুন। লাগাতার বিতর্কের মধ্যেই ভারতীয়দের কাছে আবেদন জানালেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমানজনক মন্তব্য করেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। তার পর থেকেই মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা। ফলে মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা কার্যত অর্ধেক হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে নয়া আর্জি মালদ্বীপ সরকারের।
সোমবার মালদ্বীপের একটি রিপোর্ট জানিয়েছে, সেদেশে ৪২ শতাংশ কমেছে ভারতীয় পর্যটক। ২০২৩ সালে প্রথম চার মাসে (৪ মে অবধি) মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন ৭৩,৭৮৫ জন ভারতীয়। চলতি বছরের চার মাসে তা কমে গিয়ে ৪২,৬৩৮ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ৩১,১৪৭ জন পর্যটক কমেছে চলতি বছরে। শুধু তাই নয়, ওই পর্বে গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত (India) ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছরে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা।
[আরও পড়ুন: ‘ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না নির্যাতিতাকে’, নির্দেশ হাই কোর্টের]
ভারতীয় পর্যটকদের সংখ্যা কমতেই বড়সড় ধাক্কা খেয়েছে মালদ্বীপের পর্যটন শিল্প। মালদ্বীপের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল সেদেশের পর্যটন। তাই প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিতেও। এহেন পরিস্থিতিতে মালদ্বীপের মন্ত্রীর আর্জি, "ভারতীয়রা দয়া করে আমাদের দেশে আসুন। আমাদের পর্যটনের সঙ্গী হোন।"
একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ফয়জল বলেন, "ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মালদ্বীপের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারতীয়রা এলে আমরা সাদরে অভ্যর্থনা জানাব। পর্যটন মন্ত্রী হিসাবেই ভারতীয়দের কাছে আবেদন, দয়া করে মালদ্বীপে আসুন। কারণ আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের উপর।" তবে মালদ্বীপের চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর কার্যকলাপ যথেষ্ট ভারতবিরোধী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এহেন পরিস্থিতিতে ফয়জলের আবেদন মেনে ভারতীয়রা কি মালদ্বীপ সফরে যাবেন? থাকছে প্রশ্ন।