সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-মালদ্বীপের সম্পর্কের বরফ গলছে? ফের কাছাকাছি আসছে দুই দেশ? মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর কথায় অত্যন্ত তেমনই ইঙ্গিত। শনিবার সরকারি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারত সবসময় মালদ্বীপের খুব কাছের বন্ধু। গুরুত্বপূর্ণ সঙ্গীও। উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর তিনদিনের সফরে দ্বীপরাষ্ট্রে গিয়েছেন। সেই সফরের মাঝেই সে দেশের প্রেসিডেন্টের এহেন মন্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। কয়েক মাস আগেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। 'ইন্ডিয়া আউট' ক্যাম্পেন করেই ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। তবে সম্প্রতি একের পর এক অনুষ্ঠানে ভারতকে বার বার 'বন্ধু' বলে উল্লেখ করেছেন তিনি।
ভারতের এক্সিম ব্যাংকের টাকায় মালদ্বীপের ২৮টি দ্বীপে জল সরবরাহ এবং তরল বর্জ্র্য ব্যবস্থাপনা কাজ শেষ হয়েছে। এদিন সেই সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুইজ্জু। সেখানে তিনি বলেন, "ভারত সবসময় মালদ্বীপের খুব কাছের বন্ধু। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী। মালদ্বীপের যখনই প্রয়োজন পড়েছে তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা।" দু দেশের সম্পর্ক আরও মজবুত করার কথাও শোনা গেল তাঁর গলায়।
[আরও পড়ুন: ‘জানি, আমাকেও নৃশংসভাবে মরতে হবে’, অপরাধ নিয়ে অকপট সুবোধ সিং!]
এদিকে তিনদিনের সফরে মালদ্বীপ গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। এদিন তাঁর সফরেই দুদেশের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। ন্যাশনাল পেমেন্টর কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে মলদ্বীপের অর্থনীতি উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রকের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে সে দেশে ইউপিআই পরিষেবা চালু হতে চলেছে। এই সফরের মাঝেই মুইজ্জুর ভারতকে 'বন্ধু' বলে সম্বোধন যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।
চলতি বছরের শুরুতে দেশজুড়ে ভাইরাল হয় #বয়কট মালদ্বীপ (Maldives)। কারণ মোদিকে অবমাননা করে প্রকাশ্যে মন্তব্য করেন সেদেশের তিন মন্ত্রী। সেই ট্রেন্ড সমর্থন করে মালদ্বীপ যাওয়া বন্ধ করে দেন ভারতীয়দের বিরাট অংশ। ভারতীয় পর্যটকের সংখ্যা রেকর্ড হারে কমে গিয়েছে দ্বীপরাষ্ট্রে। সেই সঙ্গে দিল্লির কাছে মালদ্বীপের ঋণের পরিমাণও বিপুল। এর ফলে ক্ষোভের সঞ্চার হচ্ছে দ্বীপরাষ্ট্রের অন্দরে। পরিস্থিতি বেগতিক বুঝে এক অনুষ্ঠানে ভারতকে তাদের ‘ঘনিষ্ঠতম’ সঙ্গী বলে উল্লেখ করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।