সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানড়ে ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর। জখম ১৮০-র বেশি। শতাধিক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। ওয়ানড়ের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে শোকপ্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শোকবার্তা পাঠিয়েছেন তিনি।
ওয়ানড়ের পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। মঙ্গলবার বিকালের দিকে নামানো হয়ে নৌসেনা ও বায়ুসেনাকেও। চলছে উদ্ধারকাজ। বুধবার এনিয়ে এক্স হ্যান্ডেলে মোদির উদ্দেশ্যে মুইজ্জু লেখেন, 'কেরলের ওয়ানড়ের ভূমিধসের ঘটনায় মালদ্বীপ মর্মাহত। যেভাবে সেখানে মৃতের সংখ্যা বাড়ছে তাতে আমরা শোকস্তব্ধ। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। আমরা আহতের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধারকাজ যেন সফলভাবে দ্রুত শেষ হয়ে যায়। আমরা প্রার্থনা করছি, সকলে যেন নিরাপদে থাকেন। এই বিপর্যয় খুবই ভয়াবহ।'
[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়া, জলমগ্ন এলাকায় স্পিড বোটে হাজির কিম]
উল্লেখ্য, ক্ষমতায় এসেই দেশ থেকে ভারতীয় সেনা সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মুইজ্জু। তার পর থেকে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায় মালদ্বীপ। তার মাঝে আগুনে ঘি ঢালার মতো কাজ করে তাঁর সরকারের তিন মন্ত্রীর নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য। কিন্তু সেই মুইজ্জুই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। এমনকী তিনি বৈঠকও করেন নমোর সঙ্গে। সাম্প্রতিককালে দ্বীপরাষ্ট্রে ভারতীয় পর্যটকের সংখ্যা রেকর্ড হারে কমে গিয়েছে। দিল্লির কাছে ঋণের পরিমাণও বিপুল। এর ফলে ক্ষোভের সঞ্চার হচ্ছে দ্বীপরাষ্ট্রের অন্দরে। পরিস্থিতি বেগতিক বুঝে এক অনুষ্ঠানে ভারতকে তাদের ‘ঘনিষ্ঠতম’ সঙ্গী বলে উল্লেখ করেছিলেন মুইজ্জু। এবার ওয়ানড় বিপর্যয়ে মোদির পাশে থাকার বার্তা দিলেন তিনি।