সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদ্বীপের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছেই। এর মধ্যেই চিনে গিয়েছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজু। ইতিমধ্যেই বেজিং তোপ দেগেছে ভারতকে। এই পরিস্থিতিতে চিনের কাছে আরও ট্যুরিস্ট চেয়ে বসলেন তিনি।
এরই পাশাপাশি এদিন চিনকে ‘নিকটতম বন্ধু এবং উন্নয়ন সহযোগী’ বলে উল্লেখ করেছেন মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ”চিন আমাদের একনম্বরের মার্কেট ছিল প্রাক-করোনা পর্বে। আমার অনুরোধ সেই জায়গাটা ফের ফিরে পাক চিন (China)।” আসলে নয়াদিল্লির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের ধাক্কায় ভারতীয় ট্যুরিস্টদের আর মালদ্বীপে বেড়াতে আসা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাই চিনের দ্বারস্থ হতে চাইছেন মুইজু।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]
প্রসঙ্গত, মালদ্বীপ-ভারত টানাপোড়েনকে কাজে লাগাতে চাইছে চিন। ইতিমধ্যেই চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে ভারতের বিদেশনীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানেই বিশেষজ্ঞদের দাবি, “আঞ্চলিক বস হয়ে উঠতে চায় ভারত। সেই জন্যই দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে। চিনের ঘাড়ে দোষ না চাপিয়ে বরং ভারতের উচিত নিজেদের বিদেশনীতি নিয়ে আরও ভেবে দেখা। হার-জিতের সমীকরণ দূরে সরিয়ে রেখে আরও মুক্তমনা হতে হবে ভারতকে।” চিনা কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, নিজের রাজনীতির উপর ভরসা নেই ভারতের।
এদিকে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দেশের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন মুইজু। সুখে-দুঃখে পাশে থাকা দীর্ঘদিনের বন্ধু ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক মেনে নিতে পারছেন না সে দেশের রাজনৈতিক মহলের বড় অংশ। এই অবস্থায় মালদ্বীপের সরকারের তরফে জানানো হয়েছে, চিন সফরের পরেই মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন মুইজু।