shono
Advertisement

প্রথম বার আইপিএলের নিলাম সঞ্চালনায় এই মহিলা, জানেন কে ইনি?

১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম দুবাইয়ে।
Posted: 06:55 PM Dec 05, 2023Updated: 06:55 PM Dec 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম (IPL Auction)। সেই নিলামে দেখা যাবে না সঞ্চালক হুগ এডমিয়েডসকে (Hugh Edmeades)। তাঁর পরিবর্তে নিলামের সঞ্চালিকা হিসেবে দেখা যাবে মল্লিকা সাগরকে (Mallika Sagar)।
পুরুষদের আইপিএল নিলামে এবারই প্রথমবার কোনও মহিলা নিলাম পরিচালনা করবেন। যদিও মল্লিকা সাগর কিন্তু সফলভাবে মহিলাদের নিলাম সঞ্চালনা করেছেন। খেলাধুলোর সঙ্গে জড়িত নিলামে পরিচিত মুখ মল্লিকা। ২০২১ সালে প্রো কাবাডি লিগের সঞ্চালিকা হিসেবে কাজ করেছেন।  

Advertisement

[আরও পড়ুন: নেতৃত্ব থেকে কোহলিকে কে সরিয়েছিলেন? ফের মুখ খুললেন সৌরভ]

গতবার পুরুষদের নিলাম চলাকালীন অসুস্থ হয়ে বলরুমে পড়ে যান এডমিয়েডস। বাকি নিলাম সঞ্চালনা করেন চারু শর্মা। সেই কারণেই হয়তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবার আরও বেশি সতর্ক। ইতিমধ্যেই এডমিয়েডসকে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবারের নিলামে তাঁর আর দরকার পড়ছে না। সূত্রের খবর, মহিলাদের প্রিমিয়ার লিগের সফল সঞ্চালিকা মল্লিকা সাগর একদিন ব্যাপী এই নিলাম পরিচালনা করবেন।
উল্লেখ্য, অতীতে আইপিএলের নিলামে হুগ এডমিয়েডস, রিচার্ড ম্যাডলির মতো বিদেশিরা হাতুড়ি ঠুকেছেন। দেখা গিয়েছিল চারু শর্মাকেও। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগে সাফল্যের সঙ্গে নিলাম পরিচালনা করার ফলে এবার পুরুষদের নিলাম পরিচালনা করবেন মল্লিকা। গত কয়েক বছরে এডমিয়েডস ও আইপিএল নিলাম সমার্থক হয়ে গিয়েছিলেন। এবার আইপিএলের নিলামে চমক দেখা যাবে। তবে পুরুষদের আইপিএল নিলাম পরিচালনা করার আগে মুম্বইয়ে ৯ ডিসেম্বর মহিলাদের আইপিএলের নিলামও পরিচালনা করবেন মল্লিকা।  

[আরও পড়ুন: ‘মানুষের কাছে কৃতজ্ঞ’, মিজোরাম নির্বাচনে স্বাস্থ্যমন্ত্রীকে হারালেন প্রাক্তন মোহনবাগানি জেজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার