shono
Advertisement

ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় মল্লিকা শেরাওয়াত, গেলেন দক্ষিণেশ্বর মন্দির দর্শনে

দেখুন ছবি।
Posted: 12:38 PM Jan 30, 2021Updated: 12:38 PM Jan 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েব সিরিজের শুটিং করতে কলকাতায় আসছেন মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। এখবর আগেই প্রকাশ্যে এসেছিল। সেই মতোই কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। আর কলকাতা পৌঁছেই গিয়েছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দির (Dakshineswar Kali Temple) দর্শন করতে। প্রকাশ্যে এসেছে সেই ছবি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওও শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ নারায়ণ দেবনাথ, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভরতি হাসপাতালে]

সালোয়ার-কুর্তা পরে মন্দিরে গিয়েছিলেন মল্লিকা। মুখে ছিল মাস্ক। প্রথমে গঙ্গা দর্শন করেন। পরে ভিতরে গিয়ে পুজোও দেন বলে খবর। একটি ছবিতে হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে নায়িকাকে।


জানা গিয়েছে, সৌমিক সেন পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মল্লিকা। আর তার জন্যই শহরে এসে পৌঁছেছেন নায়িকা। ‘গুলাব গ্যাং’, ‘স্কাইফায়ার’, ‘হোয়াই চিট ইন্ডিয়া’র মতো সিনেমা পরিচালনা করেছেন সৌমিক। ২০১৯ সালে তাঁর পরিচালনাতেই ‘মহালয়া’ (Mahalaya) ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক। সূত্রের খবর, মল্লিকার আগেই নিজের শহরে চলে এসেছিলেন সৌমিক। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি। এবার শুটিং শুরুর অপেক্ষা। ছবিতে টলিপাড়ার বেশ কিছু চেনা মুখও দেখা যাবে বলে খবর।


হরিয়ানার এক জাঠ পরিবারে বড় হয়েছেন মল্লিকা। পরিবারের অমতেই বলিউডে এসেছিলেন। তাঁর আগেই বিয়ে করেছিলেন দিল্লিনিবাসী পাইলট করণ সিং গিলকে। সেই সময় বিমানসেবিকার কাজ করতেন তিনি। কিন্তু শুরু থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। ২০০১ সালে মল্লিকার ডিভোর্স হয়েছিল। ২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে তিনি পরিচিতি পান। বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন নায়িকা। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত। OTT প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই এখন নতুনভাবে নিজের কেরিয়ার শুরু করতে চান অভিনেত্রী।

[আরও পড়ুন: বিজেপিতে ‘খড়কুটো’র ‘বাবিন’, দলীয় পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement